পার্লামেন্ট নির্বাচনেও জয়ের পথে অনুরা

১৫ নভেম্বর : এবার অনুরা কুমারা দিশানায়েকের দল শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনেও জয়ের পথে। ভোটগণনার প্রবণতা বলছে, ‘জনতা বিমুক্তি পেরুমুনা’ (জেভিপি)র নেতৃত্বাধীন বামপন্থী জোট ‘ন্যাশনাল পিপল্‌‌স পাওয়ার’ (এনপিপি) এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। ২০২০ সালের পার্লামেন্ট নির্বাচনে মাত্র তিনটি আসনে জিতেছিল পিপিপি। এদিকে উত্তরের জাফনা থেকে পূর্বের বাত্তিকালোয়া পর্যন্ত উপকূলবর্তী এলাকায় ভাল ফল করতে চলেছে তামিল জনগোষ্ঠীর দলগুলি। বৃহস্পতিবার ভোটের পর থেকেই শুরু হয়েছে গণনা। শুক্রবার সন্ধের মধ্যেই সম্পূর্ণ ফলাফল প্রকাশ্যে আসার সম্ভাবনা।

বৃহস্পতিবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নির্বাচনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের নেতৃত্বাধীন বামপন্থী জোট,জাতীয় পিপলস পাওয়ার (এনপিপি) নির্বাচনে ব্যাপক জয় লাভ করেছে।এটি দিসানায়েকের জন্য একটি শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট নিয়ে এসেছে, যা তাকে দেশের তীব্র অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে সহায়তা করবে।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, এনপিপি ৬২ শতাংশ ভোট পেয়ে বিরোধী জোট সামাগী জন বলাওয়েগয়া (এসজিবি)-কে পরাজিত করে, এবং ২২৫ আসনের পার্লামেন্টে ১৩৭টি আসন লাভ করেছে। এছাড়া, এসজিবি ৩৫টি আসন পেয়েছে এবং অন্যান্য দলগুলো যেমন ইলাঙ্কাই তামিল আরাসু কাচ্চি, নিউ ডেমোক্রেটিক ফ্রন্ট এবং শ্রীলঙ্কা পডুজানা পেরামুনা যথাক্রমে ৬, ৩ এবং ২টি আসন পেয়েছে।

পার্লামেন্ট নির্বাচনেও জয়ের পথে অনুরা

Author

Spread the News