লিগ্যাল সার্ভিস অথরিটির উদ্যোগে লাইফ লাইন হেল্পিঙে মাদক বিরোধী দিবস পালন
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ জুন : সমগ্ৰ বিশ্বের সঙ্গে বুধবার ২৬ শে জুন কাছাড় জিলা লিগ্যাল সার্ভিস অথরিটি ব্যবস্থাপনায় লাইফ লাইফ লাইন হেলপিং অ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন করা হয়। সেদিনের সভায় প্রথমে উপস্থিত ডিএলসিএ-র পক্ষ থেকে আইনজীবী টিংকু রায়, সাদিক আহমেদ, আর. শুক্লবৈদ্য সহ এই নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের কাউন্সিলর এইচ ধরেন্দ্র সিংহদের লাইফ লাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির পক্ষ থেকে সোসাইটির পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানান সভাপতি সাজানুল হক বড়ভূইয়া ও সম্পাদক গুড্ডু কুমার সিং প্রমুখ।
বক্তব্যে আইনজীবী টিংকু রায় বলেন, মাদকাসক্ত একটি সামাজিক এবং আধারিক সমস্যা, যা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং আর্থিক দিক থেকে বিশেষভাবে ক্ষতি করতে পারে। এটি একটি ব্যক্তির জীবনের পরিস্থিতি, মানসিক অবস্থা, সামাজিক পরিবেশ এবং বৈচিত্র্যের সমন্বয়ে উত্তেজনাজনক হতে পারে। মাদকাসক্তি সমস্যা বৃদ্ধি, পরিবারের অস্থিতি, আধারিক স্বাস্থ্য সমস্যা, নেতিবাচক প্রতিক্রিয়া এবং আরও অনেক আরক্ষিত সমস্যার উৎস হতে পারে। তাই আমাদের সবার উচিত মাদকাসক্তি থেকে বিরত থাকা।
জীবন একটাই,আর সুন্দরভাবে বাঁচার নামই জীবন। কিন্তু মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়। প্রতিনিয়ত মাদকের করাল গ্রাসে থমকে যাচ্ছে সম্ভাবনাময় এক একটি জীবনের অধ্যায়। তাই মাদক যে একটি জীবন ও ভবিষ্যৎ বিধ্বংসী দ্রব্য, এটি নতুন প্রজন্মকে জানান দিয়ে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এক যোগে কাজ করতে হবে। আরেকটি কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর এবং প্রশাসন হচ্ছে দেশ পরিচালনার হাতিয়ার। এই দুইটি পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহেদ আহমেদ লস্কর, বারুয়া দেববর্মা, তপজ্যোতি সেন, কন্টন বর্ধন, বাপ্পা চৌধুরী সহ অন্যান্যরা।