ফের রেল দুর্ঘটনা, মৃত্যু ২ যাত্রীর

ফের রেল দুর্ঘটনা, মৃত্যু ২ যাত্রীর

১২ নভেম্বর : ফের রেল দুর্ঘটনা দেশে। এবার দুর্ঘটনার কবলে পুরী-নয়া দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় ইমার্জেন্সি ব্রেক কষেন চালক। তাতেই তীব্র ঝাঁকুনিতে ওই ট্রেনের ২ যাত্রীর মৃত্যু হয়েছে।

পূর্ব মধ্য রেলওয়ে সূত্রে খবর, শনিবার দুপুর ১২টা নাগাদ ঝাড়খণ্ডের কোডার্মা জেলায় দুর্ঘটনাটি ঘটে। গোমোহ ও কোডার্মা রেলস্টেশনে মাঝে আচমকাই ছিঁড়ে যায় ওভারহেড ইলেকট্রিক তার। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতেই ট্রেনের চালক দ্রুত ইমার্জেন্সি ব্রেক কষেন। সেই সময় ট্রেনটির গতি ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার।

ব্রেক কষতেই প্রবল ঝাঁকুনি হয় ট্রেনে। তাতেই সিট থেকে বহু যাত্রী ছিটকে পড়েন। এভাবেই গুরুতর আহত হন ২ যাত্রী। খানিকক্ষণের মধ্যেই তাঁদের মৃত্যু হয়। রেল সূত্রে খবর, দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা ধানবাদ রেলওয়ে ডিভিশনের কোডার্মা-গোমোহ সেকশনে ট্রেন চলাচল বন্ধ ছিল।

Author

Spread the News