ফের রেল দুর্ঘটনা! ঝাড়খণ্ডে বেলাইন এক্সপ্রেস, মৃত ২

৩০ জুলাই : ফের রেল দুর্ঘটনা! মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হয়েছে ১২৮১০ হাওড়া-মুম্বইগামী সিএসএমটি এক্সপ্রেস। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ২০ জন। ঘটনাস্থলে পাঠানো হয়েছে দুটি রিলিফ ট্রেন। চলছে উদ্ধারকাজ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বেঁকে যাওয়া বগিগুলি থেকে মৃতদেহ বের করে আনা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকাজে হাত লাগানো স্থানীয়রা।

সোমবার শেষরাত অর্থাৎ মঙ্গলবার ভোরে ৩টা ৪৫ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল ভোর রাতে অন্তত ১৮টি কামরা লাইনচ্যুত হয়েছে, আহত ৬। তবে সময় গড়াতেই জানা গেল, দুর্ঘটনায় আহত অন্তত ২০, মৃত ২।

ফের রেল দুর্ঘটনা! ঝাড়খণ্ডে বেলাইন এক্সপ্রেস, মৃত ২

এ দিকে, রেল দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রেল দুর্ঘটনার কথে নিজের সমাজমাধ্যমে জানিয়ে মমতা লিখেছেন, প্রায় প্রতি সপ্তাহেই এই দুঃস্বপ্ন, রেল লাইনে মৃত আর আহতের মিছিল। তারপরেই প্রশ্ন করেছেন, ‘আর কতদিন সহ্য করব? ভারত সরকারের কি উদাসীনতার শেষ থাকবে না?’ হতা-হতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Author

Spread the News