আরও এক সন্দেহজনক জেহাদিকে গ্রেফতার
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : আরও এক সন্দেহজনক জেহাদিকে গ্রেফতার করা হল। মঙ্গলবার ভোর ৪ টায় কোকরাঝাড় শহরের অদূরে মোকরাপাড়া থেকে একজন সন্দেহজনক জেহাদি গ্রেফতার করে এসটিএফ। কোকরাঝাড় পুলিশের সহযোগিতায় নাসিম উদ্দিন শেখ নামের সন্দেহজনক জেহাদি গ্রেফতার করতে সক্ষম হয় এসটিএফ। এ দিন সকাল ১০টায় এসটিএফ তাকে গুয়াহাটি নিয়ে যায়।
উল্লেখ্য, কিছুদিন আগে ৪ জন সন্দেহজনক জেহাদি কোকরাঝাড়র থেকে গ্রেফতার করা হয়। সেসময় নাসিম উদ্দিন শেখ গা ঢাকা দেয়। এবার এসটিএফ বাহিনীর পাতা ফাঁদে পা দেয় নাসিম। মঙ্গলাবার ভোরে কোকরাঝাড় থানার অন্তর্গত মোকরাপাড়া তার আশ্রয়স্থল থেকে পাকড়াও করা হয়।