উন্নয়নের আরেক নাম বিজেপি : নীহাররঞ্জন
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শিলচরের কালীবাড়ি চরে শনিবার শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের উদ্যোগে ও বিজেপি মধ্য শহর মণ্ডল কমিটির সহযোগিতায় এসসি সার্টিফিকেট প্রদানের এক সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় পৌরহিত্য করেন বিজেপি মধ্য শহর মণ্ডল সভাপতি শান্তনু রায়।
শিলচরের কালীবাড়ি চরে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত_____
এদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলাপম্যান্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবি নীহার রঞ্জন দাস। তিনি বলেন, উন্নয়নের আরেক নাম বিজেপি। বিজেপি আর উন্নয়ন একই মুদ্রার এপিট ওপিট। নীহারবাবু বলেন, স্বাধীনতার পঁচাত্তর বছর পর নরেন্দ্র মোদির হাত ধরে সমগ্র দেশে উন্নয়নের বন্যা বইছে। বিশ্ব নেতারা আমাদের প্রধানমন্ত্রীকে বস হিসাবে সম্বোধন করেন, এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের বিষয়। তিনি বলেন সমাজের পিছপড়া সম্প্রদায়ের সার্বিক উন্নয়নই হচ্ছে বর্তমান সরকারের মুখ্য উদ্দেশ্য। তফসিলি জাতিভূক্ত লোকরা সরকারি প্রকল্প থেকে যাতে বঞ্চিত না হন এই কথা মাথায় রেখে বিভিন্ন স্থানে সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। তিনি উক্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের সরকারি সুবিধা লাভ করতে জাতির প্রমাণ পত্র তৈরী করার আহ্বান জানান।
এদিনের কর্মশালায় অংশগ্রহণ করেন কাছাড় জেলা বিজেপি এসসি মোর্চার সাধারণ সম্পাদক অবিনাশ জগজ্যোতি, শিলচর সাব ডিভিশনাল এস সি ডেভেলাপম্যান্ট বোর্ডের সদস্য বাবলু কেঁওট, অমল কুমার লস্কর, রানু দাস ও মনমোহন রবিদাস, স্থানীয় বিজেপি কর্মকর্তা শ্যামল দাস প্রমুখ। উল্লেখ্য এদিন প্রায় তিন শতাধিক তফসিলি সম্প্রদায়ভুক্ত লোকদের সার্টিফিকেটের জন্য সুপারিশ করেন নীহাররঞ্জন দাস।