বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : রাজ্যে ফের এক ভুয়া চিকিৎসকের সন্ধান মিলল। গোয়ালপাড়ার ধূপধরা থানার পুলিশের জালে ধরা পড়ল সঞ্জীব বৈদ্য নামে এক ভুয়া চিকিৎসক।
অভিযোগ, দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করে রমরমিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল সে। অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ফার্মেসি থেকে ভুয়া চিকিৎসক সঞ্জীব বৈদ্যকে আটক করে ধূপধরা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে রমরমিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল ওই ভুয়া চিকিৎসক। অবশেষে একটি ফার্মেসি থেকে ধূপধরা থানার পুলিশ তাকে আটক করে।




