ফের জাতীয় সড়কে দুর্ঘটনা, নতুনবাজারে অল্টোর সংঘর্ষে আহত দুই বাইক আরোহী

বরাক তরঙ্গ, ২০ জুন : ফের ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের ভয়াবহ দুর্ঘটনা ঘটল। মঙ্গলবার নতুনবাজারে এই দুর্ঘটনায় ২ জন বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা সঙ্কট জনক। জানা যায়, আইজলের দিক থেকে শিলচর অভিমুখে যাওয়া একটি দ্রুত গতির অল্টো গাড়ি একটি বাইককে অভারটেক করতে গেলে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনায় বাইক আরোহী একজন রাস্তার ডান পাশে ছিটকে পড়েন। এবং অন্যজনকে অন্তত ৫০ মিটার টেনে হেঁচড়ে নিয়ে যায় অল্টো গাড়িটি।

ফের জাতীয় সড়কে দুর্ঘটনা, নতুনবাজারে অল্টোর সংঘর্ষে আহত দুই বাইক আরোহী

আহতরা হলেন পুটিখালের জুগিয়া বস্তির মনোজ চাষা (২৫) নামের যুবকের অবস্থা সঙ্কটজনক বলে জানা যায়। এছাড়া আরেক আরোহী সালগঙ্গাপারের রুপু নাথ গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা উভয়কে উদ্ধার করে একজনকে স্থানীয় নরসিংপুর স্বাস্থ্য কেন্দ্রে পাঠান এবং অন্যজনের অবস্থা সঙ্ককটজনক দেখে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন ধলাই পুলিশের এসআই ভিএল, চরাই কিছুক্ষনের মধ্যে পৌঁছেন সেখানে। তিনি প্রাথমিক তদন্ত চালান। এরপর পৌঁছেন সোনাই পুলিশের কর্মীরা। সোনাই পুলিশকে তিনি সবকিছু সমঝে দেন যেহেতু ঘটনাটি সোনাই থানা এলাকার। সোনাই পুলিশ ঘটনাস্থল থেকে বাইক ও অল্টো গাড়িটি তাদের আওতায় নিয়ে যায়। এবং ঘটনাস্থল থেকে পরিস্থিতি সামাল দিতে অল্টো গাড়ির চালক কিষন সরকার ও আরেকজন যাত্রী রাহুল রায়কে তাদের হেফাজতে নিয়ে যায়। অল্টো গাড়ির চালক কিষণ জানায়, হঠাৎ বামদিকে ঢুকতে শুরু করলে তাদের বাঁচানো তার পক্ষে সম্ভব হয়নি।

ফের জাতীয় সড়কে দুর্ঘটনা, নতুনবাজারে অল্টোর সংঘর্ষে আহত দুই বাইক আরোহী

এদিকে গাড়ির মধ্যে ভুজিয়া ও মদের বোতল দেখে জনরোষে পড়েন অল্টো গাড়ির চালক। তাকে ঘটনাস্থলে গণপিটুনির শিকার হতে হয়েছে। অল্টো গাড়িতে থাকা চালক সহ আরেকজন গাড়িচলাকালীন মাদক সেবনে লিপ্ত ছিল কি না? তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Author

Spread the News