সাধু-সন্যাসীদের উপস্থিতিতে সম্পন্ন চুরাইবাড়ি মুতলবি মোকামের বার্ষিক উরুস

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : সাধু-সন্যাসী, পীর-ফকির, বাউল, শিল্পী সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে সম্পন্ন হল অসম-ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়ি মুতলবি মোকামের বার্ষিক উরুস মহফিল। প্রতি বছর এই উরুস মহফিল সর্বধর্ম মিলন মেলার রূপ ধারণ করে। সব ধর্মের মানুষ এই মোকামকে বিশ্বাস করেন এবং নিজ নিজ ধর্মীয় রীতি-নীতি মেনে সাধনা করে থাকেন। বৃহস্পতিবার সকাল সাতটায় শুরু হয়ে শুক্রবার সকাল সাতটা পর্যন্ত চলে উরুস মহফিলের বিভিন্ন কর্মসূচি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বামী ধন্যনাথা অবধূত মহারাজ, করিমগঞ্জ বিরজাসুন্দরী গার্লস স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অপূর্ব দত্ত, হাফিজ মওলানা মিসবাহ আহমেদ, স্বামী মুকুল মহারাজ, নরকালমাফর মহারাজ, পুলিশ আধিকারিক প্রণব মিলি, বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, বিজেপি মাইনোরিটি মোর্চার সভাপতি হায়দর আলী, বাঘন জিপির সভানেত্রী শিপ্রারাণি কৈরী, সমাজকর্মী আলমাস হোসেন, হাবিজ উদ্দিন প্রমুখ।

সাধু-সন্যাসীদের উপস্থিতিতে সম্পন্ন চুরাইবাড়ি মুতলবি মোকামের বার্ষিক উরুস

বিশেষ অতিথি অপূর্ব দত্ত তাঁর বক্তব্যে বলেন, মুতলবি মোকাম একটি জাগ্রত মোকাম। তার প্রমাণ বহন করে মোকামের বার্ষিক উরুছ মহফিলে জনসাধারণের স্রোত। মোকাম চত্বরে অবস্থিত প্রকাণ্ড দুটি গাছের অলৌকিক দৃশ্য পির মুতলবির কেরামতি বলে মত ব্যক্ত করেন তিনি। মোকামের রাস্তা পাকাকরণ, বিদ্যুৎ সংযোগ ও জলের ব্যবস্থা করে দেওয়ার প্রচেষ্টা চালাবেন বলে প্রতিশ্রুতি দেন শিপ্রা রাণি কৈরী ও হায়দর আলি।

সাধু-সন্যাসীদের উপস্থিতিতে সম্পন্ন চুরাইবাড়ি মুতলবি মোকামের বার্ষিক উরুস

এছাড়াও বক্তব্য রাখেন ডাঃ নুরুল ইসলাম, কাজি মুজিবুর রহমান। অতিথি বরণ করেন মোকাম পরিচালন কমিটির সভাপতি আবুল কালাম বাহার, সম্পাদক আব্দুল রৌফ ও সিরাজ উদ্দিন। সহযোগিতায় ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি ইয়াসিন আলি, সম্পাদক ছাদ উদ্দিন ছাদ্দাম, খাদিম আফতার আলি, আয়াজ আলি, নজিব উদ্দিন প্রমুখ। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন সর্বধর্ম সমন্বয় সভার সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন।

সাধু-সন্যাসীদের উপস্থিতিতে সম্পন্ন চুরাইবাড়ি মুতলবি মোকামের বার্ষিক উরুস

Author

Spread the News