পাইকান শ্মশান কালীবাড়িতে বার্ষিক পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : হাইলাকান্দির পাইকান শ্রীশ্রী শ্মশান কালীবাড়িতে অনুষ্ঠিত হল বার্ষিক শ্রীশ্রী কালী পূজা ও শ্যামা সঙ্গীত ও বাউল গানের আসর। সোমবার সন্ধ্যা সাতটায় শুরু হয় কালী পূজা অন্যদিকে চলে জমজমাট গানের আসর। সন্ধ্যা সাত টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত নয়টা থেকে শুরু হয় মহাপ্রসাদ বিতরণ। চলে মঙ্গলবার সকাল দশটা অবধি।

পুজোয় হাইলাকান্দি জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় পনেরো হাজার পূণ্যার্থী অংশ হন। মন্দিরের ভেতরের নাট মণ্ডপে তিল ধারণের জায়গা ছিল না। মন্দিরের সামনে রাস্তায় হাজার হাজার পূণ্যার্থী দাঁড়িয়ে গোটা রাত অনুষ্ঠান উপভোগ করেন। কালী মায়ের পুজোয় ছিলেন পুরোহিত শোভানন্দ ভট্টাচার্য। আয়োজনে ছিলেন মন্টু দাস, সম্পাদক রঞ্জেশ মোহন দাস সহ অনেকে।

পাইকান শ্মশান কালীবাড়িতে বার্ষিক পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গানের আসরে অংশ নেন বিশ্ব মানবধর্ম শিল্পী গোষ্ঠী। এতে ছিলেন বেতার শিল্পী তথা শিল্পী গোষ্ঠীর মহা পরিচালক বাহার দেবনাথ, পৌষালি দেবনাথ, আগরতলার বাউল শিল্পী তৃপ্তি বিশ্বাস, আগরতলার পার্থ আরিয়ান সাহা, দেবজিত দেব, শিলচরের অভয় অধিকার, নীহার দেবনাথ প্রমুখ।

পাইকান শ্মশান কালীবাড়িতে বার্ষিক পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট কবি সাংবাদিক নীহার দেবনাথ বাউল সঙ্গীতের প্রাসঙ্গিকতা নিয়ে দীর্ঘ বক্তব্য রাখেন। মানুষের মুখে হাসি অন্তরে খুশি ভাব রাখতে সকলকে সঙ্গীত নিয়ে থাকার আহ্বান জানান নীহার দেবনাথ ।

পাইকান শ্মশান কালীবাড়িতে বার্ষিক পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাংস্কৃতিক অনুষ্ঠানে অক্টোপেডে ছিলেন আগরতলার প্রণয় দে, ঢোলে ছিলেন আগরতলার সুমন দাস, সিনটাইসাইজারে বিশ্বজ্যোতি দেবনাথ, বেইজ গিটারে স্বরাজ সিনহা ও তবলায় কঙ্কন ভট্টাচার্য।

Author

Spread the News