এসজি অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন
পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৩১ মার্চ : শিলচর এসজি অ্যাকাডেমি রাইমিঙ স্কিড কর্ণার প্রি স্কুলের সপ্তম বার্ষিকী পালন করা হয়। রবিবার শিলচর গান্ধী ভবনে আয়োজিত হয় বার্ষিকী অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন।
অতিথিদের মধ্যে ছিলেন ঊষারাণী গোস্বামী, রঞ্জিত পুরকায়স্থ ও বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে। সঙ্গে ছিলেন এসজি অ্যাকাডেমির সঞ্চালিকা সর্বাণী গোস্বামী। অনুষ্ঠানে বিদ্যালয়ের কচিকাঁচারা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয়।