শিলচর আলিয়া মাদ্রাসার ৫৫ জন পড়ুয়াকে সনদ, অনুষ্ঠিত বার্ষিক জলসা

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : ঐতিহ্যবাহী শিলচর আলিয়া মাদ্রাসার ৮৩ তম বার্ষিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক জলসা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে উত্তীর্ণ ৫৫ জন ছাত্রের পাগড়ি পরিয়ে সনদ প্রদান করেন অতিথিরা।

জলসায় বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, আল কোরান হচ্ছে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। বিশ্ব করুণার মূর্ত প্রতীক, শান্তির দূত হজরত মুহাম্মদ (সঃ) এর উপর এই কোরান অবতীর্ণ হয়েছে। পৃথিবীর বুকে অগণিত মাদ্রাসা পড়ুয়ারা এটাকে নিজ বুকে সংরক্ষণ করে রেখেছেন। এবং যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন এই কোরান মুসলমানদের সন্তানরাই নিজ বুকে সংরক্ষণ করে রাখবে। তাই মাদ্রাসা পড়ুয়াদের মনোযোগ সহকারে আরবি সাহিত্য চর্চায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রত্যেক অতিথিরা।

শিলচর আলিয়া মাদ্রাসার ৫৫ জন পড়ুয়াকে সনদ, অনুষ্ঠিত বার্ষিক জলসা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের রামপুরের ইহাতেসামুল্লা খান ও মকারিম উল্লাহা খান। শাহসুফি নাজির আহমেদ, গোবিন্দপুরী, কাছাড়ি মসজিদের ইমাম মওলানা নুরুল ইসলাম, শিলচর ইন্ডিয়া ক্লাব মসজিদের ইমাম মওলানা মাসুক আহেমদ, মুফতি আব্দুল কুদ্দুস, শিলচর বড় মসজিদের সহকারী ইমাম মওলানা সাকির আহমেদ, মওলানা নুর আহমেদ, মওলানা আমিনুল হক, মওলানা রাইজুল ইসলাম, কারি আবুমোসা, বিশিষ্ট সমাজসেবী কাউরুজজামান মজুমদার, মজিবুর রহমান সহ বিশিষ্টজনেরা।

Author

Spread the News