চলে গেলেন অঞ্জু পালিত, শেষ শ্রদ্ধা ডিএসএ-র

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন ক্রিকেট সচিব অঞ্জু পালিত আর নেই। বার্ধক‍্যজনিত কারণে মঙ্গলবার সকালে শহরের অম্বিকাপট্টিতে নিজের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮। শিলচর অধরচাঁদ স্কুলের শিক্ষক ছিলেন নিঃসন্তান অঞ্জু পালিত। খেলাধূলার সঙ্গে ওতপ্রোত জড়িত ছিলেন। প্রাক্তন কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন ডিএসএ-র পতাকা অর্ধনমিত রাখা হয়। জেলা ক্রীড়া সংস্থায় তার মরদেহ নিয়ে এলে তাঁকে শেষ শ্রদ্ধা জানান সভাপতি শিবব্রত দত্ত, সহ সচিব (প্রশাসন) দেবাশিস সোম, প্রাক্তন সভাপতি বাবুল হোড় প্রমুখ।

এদিনের এ ডিভিশন ক্রিকেট ফাইনালের শুরুতে আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। একইভাবে ইন্ডিয়া ক্লাব মাঠে বি ডিভিশন ক্রিকেট ম্যাচের শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

চলে গেলেন অঞ্জু পালিত, শেষ শ্রদ্ধা ডিএসএ-র

Author

Spread the News