শ্রীভূমি জেলা যুবমোর্চার ফাইন্যান্স ইনচার্জ পদে পাথারকান্দির অনিরুদ্ধ

মোহাম্মদ জনি, শ্রীভূমি। 
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : শ্রীভূমি জেলা বিজেপি যুবমোর্চার কার্যকরী কমিটির সাংগঠনিক কার্যকালের গুরুত্বপূর্ণ ফাইন্যান্স ইনচার্জ পদে নিযুক্ত হলেন বিজেপির পাথারকান্দি মণ্ডল যুবমোর্চার প্রাক্তন সভাপতি অনিরুদ্ধ মজুমদার। রবিবার শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনিকের উপস্থিতিতে যুবমোর্চার শ্রীভূমি জেলা সভাপতি চিরব্রত চক্রবর্তী অনিরুদ্ধ মজুমদারের হাতে নিয়োগপত্র তুলে দেন।

উল্লেখ্য, অনিরুদ্ধ মজুমদার দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পাথারকান্দি মণ্ডল বিজেপি যুবমোর্চার সভাপতির দায়িত্ব সামলেছেন। সংগঠনের কাজে তাঁর সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি স্বরূপই এবার তাঁকে জেলা স্তরের গুরুত্বপূর্ণ ফাইন্যান্স ইনচার্জ পদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।নতুন দায়িত্ব গ্রহণের পর অনিরুদ্ধ মজুমদার জানান, দল তাঁর উপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবেন। পাশাপাশি তিনি আগামীদিনে দলের যুবশক্তিকে একজোট হয়ে সংগঠনের কাজে আরও সক্রিয়ভাবে মাঠে নামার আহ্বান জানান। এদিকে, অনিরুদ্ধ মজুমদারের এই নিযুক্তিতে জেলা ও মণ্ডল স্তরের বিজেপি ও যুবমোর্চার পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *