জিরিবামে মায়াজুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৭ মে : জিরিবামের বাবুপাড়া ৫ নম্বর ওয়ার্ডে মায়াজুল হক লস্কর হত্যাকাণ্ডে জড়িতদের আজ পর্যন্ত গ্রেফতার না করায় ক্ষোভ ব্যক্ত করল জয়েন্ট অ্যাকশন কমিটি। মঙ্গলবার কমিটির কর্মকর্তারা সাংবাদিক বৈঠক করে জানান, গত ১৯ মার্চ ঘর থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয়েছে মায়াজুল হক লস্করকে। কিন্তু আজ পর্যন্ত এই খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেনি জিরিবাম পুলিশ।
আন্দোলনের হুমকি অ্যাকশন কমিটির
তাঁরা বলেন, জিরিবাম হিলঘাট জিপির ওয়ার্ড মেম্বার কে রোশন সিংহ ও জিরিবাম গুলালতলের এম বিকেন সিংহ গরু বিক্রি করার কথা বলে গত ১৯ মার্চ বাবুপাড়ার মায়াজুল হক লস্করকে ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। ঘটনার পর জিরিবাম থানায় খুনের মামলা দায়ের করেন মৃতের স্ত্রী। কিন্তু আজ পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করেনি জিরিবাম পুলিশ।এনিয়ে চরম ক্ষুব্ধ জিরিবামের বাঙালি সম্প্রদায়ের মানুষ। এই ঘটনার পর জিরিবামের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জয়েন্ট অ্যাকশন কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির নেতৃত্বে ঘটনার তিনদিন পর ২২ মার্চ জিরিবামের বাঙালি এবং মণিপুরি সম্প্রদায়ের নেতৃবৃন্দের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মৃত মায়াজুলের অসহায় পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। ২০ এপ্রিলের মধ্যে আর্থিক সাহায্য করার জন্য লিখিত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেই যৌথ সভায়। নির্ধারিত সময় অতিক্রম করলেও হতভাগ্য পরিবারকে আর্থিক সাহায্য করা হয়নি। যৌথ সভায় গৃহীত প্রস্তাবের কোন গুরুত্ব দিচ্ছেন না অভিযুক্তরা।
অন্যদিকে, জিরিবাম পুলিশ প্রশাসন ও স্থানীয় বিধায়কের নীরবতায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। মৃত মায়াজুলের পরিবারকে কোনও সাহায্য করা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে জয়েন্ট অ্যাকশন কমিটির নেতৃবৃন্দ। তাঁরা বৈঠকে জানিয়ে দিয়েছেন আগামী ১৫ মে-র মধ্যে মৃতের পরিবারকে সিদ্ধান্ত অনুযায়ী আর্থিক সাহায্য ও অভিযুক্তদের গ্রেফতার না করলে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন নামবেন।