মঙ্গলদৈ আরএসএস ক্যাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কিশোরের, স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ
বরাক তরঙ্গ, ২৭ জুলাই : চমুয়ার বরাঙ্গাবাড়ি হাইস্কুলের আরএসএস ক্লাস ক্যাম্পে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। শনিবার স্কুল মাঠেই তার সৎকার করা হয়।
নিহত বিকাশ দাস ওই বিদ্যালয়ের ছাত্র। বিকাশ স্কুলের পাশের ডাহা গ্রামের বাসিন্দা। জানা যায়, আরএসএস দরং জেলা কমিটি শুক্রবার মঙ্গলদৈয়ের বরাঙ্গাবাড়ি হাইস্কুলে ক্লাস ক্যাম্প শুরু করেছে। এই ক্যাম্পে অংশ নিয়ে ছিল বিকাশও।
এ দিন সন্ধ্যা সাতটা নাগাদ কাজকর্ম শেষ করে স্কুলের কলে মুখ হাত ধুতে যায় বিকাশ। কলে হাত দিতেই বিদ্যুতের ছুবলে পড়ে। সঙ্গে সঙ্গে মঙ্গলদৈ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্কুলের ফায়ার হাইড্রেন্টের সাথে সংযুক্ত জলের পাম্প প্রায় দুই বছর আগে থেকে বিকল হয়ে আছে বলেও অভিযোগ রয়েছে। তাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এখন উত্তপ্ত পরিস্থিতির অভিযোগ উঠেছে।
অভিযোগ মতে, মৃত বিকাশ প্রধান শিক্ষকের কাছে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে অভিযোগ করলে অধ্যক্ষ তাকে কান ধরে হাঁটু গেড়ে বসান। তাই বিকাশের মৃত্যুর জন্য স্কুলের অধ্যক্ষকে দায়ী করেছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্তের পরই ঘটনার সত্যতা জানা যাবে।