মন্ত্রী অজন্তা নেওগের বিরুদ্ধে ক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের

বরাক তরঙ্গ, ১ মার্চ : গোলাঘাটে মন্ত্রী অজন্তা নেওগের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রায় পাঁচ শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী-সহকারীরা। শুক্রবার কর্মীরা তাঁদের অধিকারের দাবিতে রাস্তায় নেমে “অজন্তা নেওগ মুর্দাবাদ” দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন।

বিক্ষোভকারীরা অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ১২,৫০০ টাকা এবং অন্যান্য সরকারি সুবিধা বৃদ্ধির দাবি জানিয়ে প্লেকার্ড ফেস্টুন হাতে নিয়ে উত্তাল করে তুলেন রাজপথ। আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমে বলেন, “আমাদের বিধায়ক অজন্তা নেওগ, যিনি রাজ্যের অর্থমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীদের তাদের অধিকার থেকে বঞ্চিত করছেন”।

এমনকি সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনেও অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের কোনও গুরুত্ব দেননি বলে উল্লেখ করেন তাঁরা। বিক্ষোভের পর বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন। এ দিন গোলাঘাট জেলা কমিটির সভাপতি অল অসম অঙ্গনওয়াড়ি কর্মী সহকারী সমিতির সভাপতি দুলুমণি শইকিয়া এবং সেক্রেটারি জুনু বরা চুতিয়া এবং প্রণামিকা গোহাঁই বরার নেতৃত্বে চলে এই বিক্ষোভ।

Author

Spread the News