নতুনবাজারে জমে উঠেছে আনন্দ মেলা

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : নতুনবাজার এলাকায় পুজোর মধ্যে বাড়তি আনন্দ নিয়ে এল আনন্দ মেলা। ষষ্ঠীতে শুরু হয় আনন্দ মেলা। পুজোর মরসুমে মেলায় দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে। নবমীর রাতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। আনন্দে মেতে উঠেন দর্শনার্থীরা।
শিলচর-আইজল জাতীয় সড়কের পাশে নতুনবাজার সংলগ্ন এলাকায় চলছে একে এন্টারপ্রাইজের ব্যবস্থাপণায় এই আনন্দ মেলা। মেলায় নাগরদোলা, ব্রেকডান্স, ট্রেন সহ আনন্দ উপভোগ করতে একে এন্টারপ্রাইজ নিয়ে এসেছে বিভিন্ন সামগ্রী। এ ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের পসরা। উদ্বোধনী অনুষ্ঠানে কাজিডহর জিপির প্রাক্তন সভাপতি আমরুল হক লস্কর (কাজল) সহ অন্যান্যরা।

