সাংসদ ধীরজ সাহুর বাড়িতে থেকে ৩৫৩ কোটি টাকা উদ্ধার, চলছে অভিযান
১১ ডিসেম্বর : কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়িতে যকের ধন। সোমবার ষষ্ঠ দিনে পড়ল আয়কর দপ্তরের অভিযান। ওড়িশা এবং ঝাড়খণ্ডের বাড়ি থেকে এখনও পর্যন্ত উদ্ধার ৩৫৩ কোটি টাকা। টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে গিয়েছে মেশিনও। ধীরজ সাহুর বাড়ি, অফিস, কারখানা সব জায়গা থেকেই টাকা উদ্ধার হচ্ছে। ওড়িশার একটি ডিস্টিলারি সংস্থার বিরুদ্ধে অভিযান চালায় আইটি আধিকারিকরা।
জানা গিয়েছে, এই সংস্থাটির সঙ্গে যুক্ত রয়েছেন ধীরজ সাহু। এখনও পর্যন্ত ১৭৬ ব্যাগ টাকা গোনা সম্পূর্ণ হয়েছে। সূত্রের খবর, উদ্ধার হওয়া সমস্ত টাকা বালাঙ্গীরের এসবিআই শাখায় জমা দেওয়া হবে।
ইনকামট্যাক্স আধিকারিকদের মতে, এক দফার অভিযানে এত টাকা প্রথম উদ্ধার হয়েছে। কর ফাঁকি দেওয়া এবং অফ দ্যা বুক লেনদেনের কারণেই এত টাকা জমেছে বলে জানিয়েছে আয়কর দপ্তর। টাকা গোনার মেশিন ব্যবহার করা হলেও তা মাঝপথে বিকল হয়ে যায়। পরে আবার সেটিকে ঠিক করে ফের গোনা হয় টাকা। নগদ ছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ গয়না। তল্লাশির কাজে রয়েছেন আয়কর দপ্তরের ১০০ জন আধিকারিক। বেশিরভাগ টাকাই ৫০০ টাকার বান্ডিলে রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় কংগ্রেসকে কটাক্ষ করেছে বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে কংগ্রেসকে বিঁধেছেন।