সিডনিতে ভয়াবহ দুর্ঘটনায় আট মাসের অন্তঃসত্ত্বা ভারতীয় তরুণীর মৃত্যু

১৯ নভেম্বর : অস্ট্রেলিয়ার সিডনিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মাত্র ৩৩ বছরের এক ভারতীয় নারী। কয়েক সপ্তাহ পরই পৃথিবীর আলো দেখতে পেত তাঁর দ্বিতীয় সন্তান। কিন্তু তার আগেই মর্মান্তিক পরিণতি গ্রাস করল সিমান্বিথা ধারেশ্বরকে। গত সপ্তাহে স্বামী ও তিন বছরের ছেলেকে নিয়ে সন্ধ্যার হাঁটাহাঁটিতে বেরিয়েছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, হর্ন্সবির জর্জ স্ট্রিট এলাকায় একটি কিয়া কার্নিভ্যাল গাড়ি থেমে দাঁড়িয়েছিল পরিবারটিকে পথ পার করানোর জন্য। ঠিক সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি বিএমডব্লিউ এসে সজোরে ধাক্কা মারে কিয়া গাড়িটিকে। প্রচণ্ড ধাক্কায় গাড়িটি সামনে এগিয়ে গিয়ে সিমান্বিথাকে আছড়িয়ে ফেলে পার্কিং লটের প্রবেশমুখে। আর সেখানেই ঘটে চরম বিপর্যয়।

দুর্ঘটনার জন্য দায়ী বিএমডব্লিউর চালককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পেশ করার পর গুরুতর অভিযোগের কারণে তাঁর জামিন নাকচ করেন ম্যাজিস্ট্রেট। তদন্তকারীরা জানিয়েছেন, এই মামলায় প্রয়োগ হতে পারে ২০২২ সালে নিউ সাউথ ওয়েলসে পাস হওয়া জোয়ির আইন যেখানে গর্ভস্থ সন্তানের মৃত্যুর কারণ হলে অপরাধীর শাস্তি আরও তিন বছর পর্যন্ত বাড়তে পারে, বেপরোয়া বা অবহেলাজনিত ড্রাইভিংয়ের মূল সাজা ছাড়াও অতিরিক্ত দণ্ড হিসেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *