নদী থেকে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ শনাক্ত করার আহ্বান

বরাক তরঙ্গ, ২১ অক্টোবর : শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে অপরিচিত মৃতদেহ শনাক্ত করতে আহ্বান জানালো পুলিশ। শিলচর সদর পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ অক্টোবর শুক্রবার আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী ওই অপরিচিত ব্যক্তির মৃতদেহ জলে ভেসে গঙ্গাপুর এলাকায় এসে নদীর তীরে আটকে যায়।

মৃতের পরনে ছিলো কালো রঙের হাফ প্যান্ট এবং কালো রঙের স্পোটিং গেঞ্জি। তাছাড়া মৃতের শরীরের বিভিন্ন যায়গায় মারপিটের দাগ পাওয়া গেছে। স্থানীয় লোকেরা মৃতদেহ দেখতে পাওয়ার পর খবর দেন পুলিশকে। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর এই মৃতদেহ প্রয়োজনীয় ময়নাতদন্ত সম্পন্ন করে মৃতদেহটি সনাক্তকরণের উদ্দেশ্যে আগামী ৭২ ঘণ্টার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

৭২ ঘন্টার পর ওই মৃতদেহের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। তবে ওই মৃত ব্যক্তির পরিবারের সদস্য অথবা নিকটআত্মীয়দের ওই সময়সীমার মধ্যে মৃতদেহ শনাক্ত করতে আহ্বান জানানো হয়েছে।

নদী থেকে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ শনাক্ত করার আহ্বান
নদী থেকে উদ্ধার অপরিচিত ব্যক্তির মৃতদেহ শনাক্ত করার আহ্বান

Author

Spread the News