বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসে উঠছে সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থা (আমসু)। রবিবার বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান অমানবিক অত্যাচার ও হত্যার বিরুদ্ধে আমসুর মরিগাঁও জেলা শাখার উদ্যোগে লাহরিঘাট বাজারে এক তীব্র প্রতিবাদী ও নিন্দা কর্মসূচি পালন করে। এই প্রতিবাদী কর্মসূচিতে আমসু কর্মীরা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করে। প্রতিবাদকারীরা মুহাম্মদ ইউনুস হায় হায়, মানবাধিকার উলঙ্ঘন বন্ধ কর, বাংলাদেশের বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা গ্রহণ করতে হবে, বাংলাদেশে সংখ্যালঘুদের রক্তের রাজনীতি বন্ধ কর , বাংলাদেশে সংখ্যালঘু হত্যা বন্ধ কর ইত্যাদি বিভিন্ন স্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে।
প্রতিবাদী কর্মসূচিতে মরিগাঁও জেলা সমিতির সভাপতি আইনজীবী হারুন অল রশিদ বলেন, বাংলাদেশের কিছু প্ররোচনাকারী মহল ভারতের উত্তর-পূর্বাঞ্চল সম্পর্কে বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্য করে যাচ্ছে। বাংলাদেশ সরকার যদি তার নিজ দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা না নেয় এবং তার ভূখণ্ড থেকে ভারতবিরোধী বক্তব্য দমন না করে, তবে ভারত সরকারের উচিত কূটনৈতিক ও অন্যান্য পর্যায়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা।” এদিকে আজকের প্রতিবাদী কর্মসূচিতে মরিগাঁও জেলার আমসুর কর্মীদের পাশাপাশি স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।


