মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৭ জানুয়ারি : বাজারিছড়ায় গরু চুরি কাণ্ডের প্রায় এক মাস পর পুলিশের জালে পড়ল দাগি চোর অমরুল ইসলাম (২৭)। বাজারিছড়া থানার নবাগত ওসি বিশ্বজ্যোতি দেউরির নেতৃত্ব মঙ্গলবার গভীর রাতে বারইগ্রাম এলাকা থেকে এক অমরুলকে আটক করা হয়। পাথারকান্দি থানা অধীন দেওবাড়ি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্য ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে অমরুল ইসলামের মোবাইল নম্বর ট্র্যাক করে পাকড়াও করা হয়। ওসি বিশ্বজ্যোতি দেউরি জানান, গরু চুরির কাজে ব্যবহৃত ওয়াগনার গাড়িটি অমরুল ইসলামেরই এবং ইতিমধ্যে সেটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে এই চক্রের অপর এক সহযোগী বর্তমানে পলাতক রয়েছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বাজারিছড়া জিপির পূর্ববাজারি এলাকায় একেবারে ফিল্মি কায়দায় গরু চুরির ঘটনাটি ঘটে।



