রাধামাধব কলেজে অমৃত কলস যাত্রা

বরাক তরঙ্গ, ১৩ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে সমগ্র দেশ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশের অমৃত কালে “আমার মাটি, আমার দেশ” কার্য্যক্রমের অঙ্গ হিসাবে অমৃত কলস যাত্রা কর্মসূচী পালন করছে। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের নির্দ্দেশ অনুযায়ী রাজ্যের সকল এনএসএস ইউনিটও উক্ত কার্য্যক্রম আয়োজন করেছে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার এনএসএস রাধামাধব কলেজ ইউনিটের ব্যবস্থাপণায় অমৃত কলস যাত্রা কর্মসূচী পালন করা হয়। 

কেন্দ্র সরকারের নেওয়া এই মহৎ কাজে সামিল হতে পেরে আমরা গর্বিত : মণিকুমার সিংহ ____

এদিন সকাল ৯ টায় কলেজ পড়ুয়ারা নিজ নিজ বাড়ি থেকে নিয়ে আসা মাটি অমৃত কলসে জমা করেন। পরে কলেজ প্রাঙ্গণ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশাল মিছিল বের হয় এবং মিছিল শিলচর সোনাই রোড, রাঙিরখাঁড়ি, কনকপুর রোড হয়ে পুনরায় কলেজ চত্বরে এসে সমাপ্ত হয়। মিছিল শেষে এনএসএস রাধামাধব কলেজ ইউনিটের প্রোগ্রাম অফিসার ডঃ সিএইচ মণি কুমার সিংহের নেতৃত্বে কলেজের এক প্রতিনিধিদল শিলচর পুরসভাতে গিয়ে এএসইউএলএমএস এর সিটি প্রজেক্ট ম্যানেজার মুস্তাফা আহমেদ লস্কর এর নিকট অমৃত কলসটি জমা দেন। 

উল্লেখ্য, এদিনের কার্য্যক্রমে এনএসএস রাধামাধব কলেজ ইউনিটের প্রোগ্রাম অফিসার অধ্যাপক সিএইচ মণিকুমার সিংহ ছাড়াও অধ্যাপক এম সানি সিংহ, অধ্যাপিকা লীনা বাঈ ক্ষেত্রী, অধ্যাপিকা প্রীতি শর্মা, লাইব্রেরি বিভাগের কর্মচারী কমলেশ দাশ সহ কলেজের প্রায় চারশো পড়ুয়ারা অংশগ্রহণ করেন। 

এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এনএসএস রাধামাধব কলেজ ইউনিটের প্রোগ্রাম অফিসার অধ্যাপক সিএইচ মণিকুমার সিংহ জানান, কেন্দ্র সরকারের নেওয়া এই মহৎ কাজে সামিল হতে পেরে আমরা গর্বিত। তিনি বলেন, দেশের প্রতিটি অঞ্চল থেকে সংগৃহীত এই মাটি নতুন দিল্লির অমৃত বাটিকায় পৌঁছবে এবং পরে জাতীয় যুদ্ধ স্মারকস্থলের পাশে কর্তব্য উদ্যান নির্মাণের কাজে লাগবে তার চেয়ে পবিত্র কাজ আর কিছু হতেই পারে না। এটা সরকারের একটা প্রশংসনীয় পদক্ষেপ, তারজন্য অবশ্যই সরকারকে সাধুবাদ জানাতে হয়, মন্তব্য করেন অধ্যাপক মণিকুমার সিংহ। 

Author

Spread the News