শিলচর পুরনিগমের ২৯ নং ওয়ার্ডে অমৃতার নাম নিয়ে চর্চা, সম্ভাব্য প্রার্থী
বরাক তরঙ্গ, ২১ ডিসেম্বর : শিলচর পুরনিগমের আসন সংরক্ষণের কার্য সম্পন্ন হতেই বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী নিয়ে চর্চা শুরু হয়েছে। উঠে আসছে সম্ভাব্য প্রার্থীর নামও। পিছিয়ে নেই মহিলারাও। ৪২টি ওয়ার্ডের মধ্যে ২১টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। সংরক্ষিত ২১টি ওয়ার্ডের মধ্যে সাধারণ মহিলাদের জন্য ১৮ ও ৩টি তপসিলি জাতি মহিলাদের জন্য সংরক্ষিত। এতে সমানভাবে চর্চায় স্থান পাচ্ছেন মহিলারও। যদিও নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি।
প্রথমবারের মতো ৪২টি ওয়ার্ড নিয়ে শিলচর পুর নিগমের নির্বাচন হবে। ফলে নিগমবাসীর কাছে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলছে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে জোর চর্চা। একইভাবে মহিলা সংরক্ষিত ২৯ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীর নাম হিসেবে চর্চা শুরু হয়েছে অমৃতা নাথ করকে নিয়েও। শশ্মান রোড অরুণ চন্দ্র রোডের বাসিন্দা তথা শিলচর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তিনবারের পুরসদস্য প্রণয় করের (চনু) ছোট ভাই তথা পুরসভার প্রাক্তন কর্মী প্রয়াত প্রবাল করের পুত্রবধু অমৃতা নাথ কর। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত। এছাড়াও অমৃতা নাথ কর সেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। অমৃতার স্বামী প্রিয়ঙ্কা কর (লিটন) শিলচর পুরসভার কর্মচারী। যদি দলীয় প্রতীক ছাড়া শিলচর পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ২৯ নং ওয়ার্ড থেকে অমৃতা নাথ কর সহ শহরের ৪২টি ওয়ার্ডে অনেক নতুন নতুন যুবক যুবতীদের প্রার্থী হিসেবে দেখার সুযোগ রয়েছে।
এ দিকে, রাজ্যের পুর আইন মতে প্রার্থী হতে হলে সাধারণের ক্ষেত্রে স্নাতক ও তপসিলি সম্প্রদায়ের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এছাড়াও দুই এর বেশী সন্তান থাকতে পারবে না। এই নতুন নিয়ম অনুযায়ী অনেক সক্রীয় সমাজকর্মী ও রাজনৈতিক দলের সদস্য সদস্যাদের ইচ্ছে থাকার পরও নির্বাচন থেকে দূরে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নয়া মুখ দেখা যাবে।