পুজো পরিক্রমা সহ বিভিন্ন মণ্ডপ উদ্বোধন করলেন অমিয়কান্তি
বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাষষ্ঠীর দিন থেকে ধলাই কেন্দ্রর অধীন পালংঘাট, নরসিংহপুর ও বড়জালেঙ্গা ব্লক এলাকার বিভিন্ন পুজো প্যাণ্ডাল পরিক্রমা করে জনসাধারণের সঙ্গে আনন্দে সামিল হলেন কাছাড় জেলা বিজেপির সহ-সভাপতি তথা ধলাই উপ-নির্বাচনের সম্ভাব্য বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশ। সেই সঙ্গে ষষ্ঠী ও সপ্তমী তিথিতে আমড়াঘাট সহ ধলাই কেন্দ্রের বেশ কয়েকটি পুজো প্যাণ্ডালের উদ্বোধন করেন তিনি। মহাসপ্তমীর সন্ধ্যায় ধলাই বাজার ফরেষ্ট অফিস সংলগ্ন শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের দ্বারা পরিচালিত জীবন্ত দুর্গা প্রতিমার উদ্বোধন করেন ধলাই উপ-নির্বাচনের সম্ভাব্য বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশ।
এদিকে বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে ধলাই কেন্দ্রের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য দেবী দুর্গার নিকট প্রার্থনা করেন তিনি। তিনি বলেন মা দুর্গা হচ্ছেন আনন্দময়ী। যিনি দূর্গতি নাশ করেন। শোক, দুঃখ ও মোহ থেকে রক্ষা করেন। তিনি বলেন, মায়ের কাছে প্রার্থনা করবো তিনি যেন আসুরিক শক্তি বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন। আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রজীবনে শান্তি প্রতিষ্ঠা করেন। শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সাধারণ জনগণ, বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তা ও পুলিশ প্রশাসন যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অমিয় বাবু।
উল্লেখ্য বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনকালে অমিয় কান্তি দাশের সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন প্রদীপ দাস, কমলেশ দাশ, হিমাদ্রী দে, অমৃতলাল কুমার, সীমা রানী দাশ, বাবন ধর, বিশ্বজিত দেব, মিন্টু খাসিয়া, অপু দাশ, বিপুল দাশ, রাজু খাসিয়া, শৈলেন্দ্র চন্দ্র রায়, রূপম দাশ, অজিত তাঁতি, রমেশ যাদব, শুভঙ্কর বর্মণ, সুনেন্দ্র চন্দ্র বর্মণ প্রমুখ।