বটদ্রবা থানায় আসছেন অমিত শাহ

বরাক তরঙ্গ, ৯ মার্চ : আগামী ১৪ মার্চ বটদ্রবা থানায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঐতিহাসিক বিরল মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে অসম। সেইদিন গুরুজনের জন্মস্থান বটদ্রবার জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে। কারণ এইদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে ১৮৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত বটদ্রবা প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন সহ দ্বিতীয় পর্যায়ের কাজের শিলান্যাস হবে। উল্লেখ্য, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারিতে গৃহমন্ত্রী অমিত শাহ বহু প্রত্যাশিত এই বটদ্রবা প্রকল্পের নির্মাণকাজের সূচনা করেন।
    
তখন থেকেই প্রকল্পটি নির্মাণাধীন রয়েছে এবং এর মধ্যে রয়েছে সবচেয়ে উঁচু গুরু আসন, সাত্রিয়া সংস্কৃতিকে প্রতিফলিত করে বিভিন্ন কারুকাজ সহ গেস্ট হাউস, জাদুঘর, গ্রন্থাগার, সাংস্কৃতিক কেন্দ্র এবং উদ্যান নির্মাণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী রবিবার সকালে বটদ্রবার এই প্রকল্প পরিদর্শন করবেন।
  
আজ এই বটদ্রবা প্রকল্প স্থলে উপস্থিত হয়ে নগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্রকুমার শাহ পরিদর্শন করেন। উল্লেখ্য যে, ২০১৬ সালে বিজেপি সরকার শাসনভার গ্রহণ করার পর বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী তথা তখনকার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের তৎপরতায় বটদ্রবা থানার আকাশিগঙ্গার তীরে ১৬০ বিঘা জমি বেদখল মুক্ত করে সেই স্থানেই ঐতিহাসিক বটদ্রবা প্রকল্প নির্মাণকাজ আরম্ভ হয়।

Author

Spread the News