যোগব্যায়াম চর্চার আবেদন জানিয়ে হাইলাকান্দিতেও পালন
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২১ জুন : হাইলাকান্দিতেও শুক্রবার দশম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় হাইলাকান্দি টাউন হলে যোগব্যায়াম শিবিরের আয়োজন করা হয়। জেলাশাসক নিসর্গ হিভারে প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে জেলাশাসক নিসর্গ হিভারে যোগ ব্যায়ামের ফলে দেহ মনের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উপকারিতা সাধিত হয়ে বলে অভিমত প্রকাশ করে সবাইকে চাপমুক্ত জীবনের জন্য যোগ ব্যায়াম অভ্যাস করার আবেদন জানান।

শিবিরে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক অলকানন্দা নাথ। শিবিরে বিভিন্ন বিভাগের আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলির কর্মকর্তা সহ এডিসি অমিত পারবোসা এবং ড্রিমস সভাপতি গৌতম গুপ্ত অংশ নেন।