নারীসহ দুই ক্যাডারকে মৃত্যুদণ্ড আলফার
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : আলফা শিবিরে ফের ঝামেলা। ক্যাডারদের রক্তে রঞ্জিত আলফা ক্যাম্প। আলফা (স্বাঃ) এক নারীসহ দুই ক্যাডারকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে জানা গেছে। আলফা (স্বাঃ) সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য এই শাস্তি দেওয়া হয়েছে৷
গুপ্তচরবৃত্তির দায়ে পরেশ বাহিনী এই দুই ক্যাডারকে মৃত্যুদণ্ড দিয়েছে বলে অভিযোগ। নিহতের নাম লাচিত হাজরিকা ওরফে সেলিম আলি। বর্ণালি অসম ওরফে নয়নমণি চেতিয়া নামে একজন মহিলা ক্যাডারকেও মৃত্যুদণ্ড দিয়েছে।
নয়নমণি চেতিয়া ছিলেন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ। নয়নমণি ছিলেন সন্তানের মা-ও। এ দিকে লাচিত হাজরিকা ওরফে সেলিম আলির ঘর বিহপুরিয়ায়।