আসাম বিশ্ববিদ্যালয়ে সর্ব ভারতীয় বৈদিক সেমিনার ৫-৭ ডিসেম্বর

বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ এবং মহর্ষি সন্দীপনি রাষ্ট্রীয় বেদ বিদ্যা  প্রতিষ্ঠান ও উজ্জয়নের যৌথ উদ্যোগে আগামী ৫ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আসাম বিশ্ববিদ্যালয়ে, সর্ব ভারতীয় বৈদিক সেমিনার অনুষ্ঠিত হবে। “ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে বৈদিক বঙ্গমায়া জ্ঞান, বৈজ্ঞানিক ঐতিহ্য এবং নবভারত উৎপাদনের বিষয়ে সাংস্কৃতিক দৃশ্যকল্পের সঙ্গে বৈদিক জ্ঞানের সমৃদ্ধি অন্বেষণ করতে, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রাজীবমোহন পন্তের পৌরোহিত্যে অনুষ্ঠেয় এই সেমিনারে নলবাড়ির কুমার ভাস্কর বর্মা সংস্কৃত বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক প্রহ্লাদ আর যোশী বক্তব্য রাখবেন।

এছাড়া এই সেমিনারে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর তপোধীর ভট্টাচার্য, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নিবাস বাখেরী, ড. উত্তরাখণ্ড সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবী প্রসাদ ত্রিপাঠী সহ দেশের বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি দের  সমাবেশ হবে।

উদ্বোধন ও সমাপন অধিবেশন ৫ ডিসেম্বর যথাক্রমে সকাল সকাল সাড়ে দশটায় এবং ৭ ডিসেম্বর বিকাল চারটায় সময় নির্ধারিত হয়েছে। বিশ্ব বিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল অডিটোরিয়ামে এই সেমিনারে ১২টি প্রযুক্তিগত অধিবেশন সহ দুটি স্কলারলি সিম্পোজিয়াম সেশনের আয়োজন করা হবে। সর্ব ভারতীয় এই সেমিনারটি সফলতা করে তুলতে আসাম বিশ্ব বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক ড. আয়োজক কমিটির সভাপতি হিসেবে স্নিগ্ধা দাস রায়, অধ্যাপক ড. শান্তি পোখারেল সাংগঠনিক সম্পাদক হিসেবে এবং ডাঃ গোবিন্দ শর্মা সেমিনারের সমন্বয়ক হিসেবে  নিযুক্ত হয়েছেন।
প্রতিবেদন : পিএনসি, শিলচর।

Author

Spread the News