হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্ব-ভারতীয় প্রতিবাদ ২১ শে

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : আগামী ২১ ফেব্রুয়ারি আন্তৰ্জাতিক মাতৃভাষা দিবসে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি শিক্ষার মাধ্যম ও সরকারি কাজকর্মে মাতৃভাষার প্রয়োগকে দুর্বল করে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার কেন্দ্র সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্ব-ভারতীয় প্রতিবাদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আগামী ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সর্ব ভারতীয় প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে বিক্ষোভ প্রদর্শন করা হবে। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে দেশের সংবিধানের অষ্টম অনুসূচিতে ২২ টি ভাষাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে এবং হিন্দিও এর মধ্যে অন্তৰ্ভুক্ত। কাজেই এই তালিকা থেকে শুধু হিন্দি ভাষাকে একমাত্র সরকারি ভাষা করা ও সরকারি মাধ্যম হিসেবে ব্যবহার করার কেন্দ্রীয় সরকারের ভাষা সম্পর্কিত সংসদীয় কমিটির দেওয়া প্রস্তাব অত্যন্ত অন্যায় ও অযৌক্তিক।

সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে ভারতের বিশেষকরে উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণর রাজ্যগুলোর মানুষ নিজেদের মাতৃভাষা ছাড়া ইংরেজি ভাষাকে সহযোগী ভাষা হিসেবে ব্যবহার করেন। পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, ভূগোল ইত্যাদির বই পত্র সবচেয়ে বেশি ইংরেজি ভাষাতে রয়েছে। ফলে সাধারণ ছাত্রদের জ্ঞানার্জনের জন্য যেখানে নিজ নিজ মাতৃভাষার পাশাপাশি ইংরেজি ভাষা চর্চা করা খুবই জরুরি সেখানে ইংরেজি ভাষাকে গুরুত্বহীন করে হিন্দি চাপিয়ে দেওয়ার কেন্দ্র সরকারের সিদ্ধান্ত সংবিধান বিরোধী। এতে শুধু মাতৃভাষার ক্ষতি হবে তাই নয় হিন্দি ভাষার মারাত্মক ক্ষতি হবে। তাই ২১ ফেব্রুয়ারির আন্দোলনে সবাইকে যোগদান করতে আহ্বান জানানো হয়েছে।

Author

Spread the News