অল্টোর ধাক্কায় হত আলিপুর হাসপাতালের কর্মচারী
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : অল্টো গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি। সোমবার বাঁশকান্দি পালোরবন্দে ৩৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি সংঘটিত হয়। এএস ১১ওয়াই ৪৭৯৯ নম্বরের অল্টো গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটে এইচ লালটিপুইয়ার (৬৯)। তিনি আলিপুর হাসপাতালের কর্মচারী।কর্মসূত্রে আলিপুর হাসপাতালের কোয়ার্টারে থাকতেন। মূল বাড়ি মিজোরামে।
এ দিন সন্ধ্যা রাতে পালোরবন্দে বাজার করতে আসেন। এখানেই বেপরোয়া অল্টো গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন লালটিপুইয়া। দুর্ঘটনা পর অল্টো গাড়ির চালক আহত ব্যক্তিকে আলিপুর হাসপাতালে নিয়ে যান।সেখানে পৌঁছে দিয়ে গাড়ি ও আহত ব্যক্তিকে রেখে চালক পালিয়ে যেতে সক্ষম হন। কর্তব্যরত চিকিৎসক রা আহত ব্যক্তির চিকিৎসা করতে গিয়ে দেখেন সেই ব্যক্তি হাসপাতালের কর্মচারী। ততক্ষণে আহত ব্যক্তির মৃত্যু ঘটে। লালটিপুইয়া র মৃত্যুতে আলিপুর হাসপাতালের কর্মীরা মর্মাহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ আলিপুর হাসপাতালে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং ঘাতক গাড়িটি থানায় নিয়ে যায়।

