কবর থেকে লাশ তোলার সময় ধরা পড়ল সাগরেদ, পালালো তান্ত্রিক কোণারগ্রামে

কবর থেকে লাশ তোলার সময় ধরা পড়ল সাগরেদ, পালালো তান্ত্রিক কোণারগ্রামে

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : কবর থেকে লাশ চুরি করতে গিয়ে ধরা পড়লো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর কৃষ্ণপুরের রহিমের দোকান সংলগ্ন কোণারগ্রাম এলাকায়। মঙ্গলবার সন্ধ্যারাতে এলাকার একটি কবর খুঁড়তে দেখতে পান এক ব্যক্তিকে। একাজ দেখে স্থানীয়রা তাকে পাকড়াও করেন। উত্তম মধ্যম দিয়ে বেধে রেখে পুলিশে খবর দেন। ওই ব্যক্তি জানায় সে মাটি নিতে এসেছে ওই গ্রামের সাদ্দাম নামে এক তান্ত্রিকের কথায়।

জানা যায়, ওই এলাকার ফখর উদ্দিন নামে এক ব্যক্তি মাসদিন আগে মৃত্যু হয়। এরপর বাড়ির পাশেই কবর দেওয়া হয়। মঙ্গলবার রাতে তাঁর ছেলে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পান দুই ব্যক্তি কবর খুঁড়তে। তা দেখে চিৎকার করলে স্থানীয় লোকরা পৌঁছেন। দু’জনের মধ্যে একজন পালিয়ে যায়। আর জনতার হাতে ধরা পড়ে সৈদপুর গাছতলার অজিব উদ্দিন নামে ভণ্ড তান্ত্রিককের সাগরেদ। পালানো লোকটা তান্ত্রিক সাদ্দাম হোসেন বলে জানান স্থানীয়রা। অজিবকে কিছু উত্তম মধ্যম দিয়ে পুলিশে দেন স্থানীয়রা। রাঙ্গিরখাড়ি ফাঁড়িতে করা হয়েছে একটি মামলাও।

কবর থেকে লাশ তোলার সময় ধরা পড়ল সাগরেদ, পালালো তান্ত্রিক কোণারগ্রামে

স্থানীয়রা জানান, সাদ্দাম ও পরিবারের লোকদের নিয়ে বাড়িতে এই কাজ করে থাকেন। এতে এলাকায় এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে। বছর দিন আগে কবর থেকে মহিলার মুণ্ড কেটে নিয়ে আসে। কিছুদিন আগে এভাবে মৃতদেহের নক আরও কিছু তুলে নিয়ে আসে বলে অভিযোগ করেন এলাকার জনগণ।

Author

Spread the News