অখিল ভারতীয় শিক্ষা সমাগমে যোগ দিলেন উপাচাৰ্য পন্থ
বরাক তরঙ্গ, ২৯ জুলাই : জাতীয় শিক্ষানীতি ২০২০-এর পাঁচ বছর পূৰ্তি উপলক্ষে মঙ্গলবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হল অখিল ভারতীয় শিক্ষা সমাগম৷ এ দিন সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান৷ উপস্থিত ছিলেন শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্ৰকের প্ৰতিমন্ত্ৰী জয়ন্ত চৌধুরী, ডোনার মন্ত্ৰী সুকান্ত মজুমদার সহ বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্ৰী, উচ্চশিক্ষা বিভাগের সচিব সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্ৰতিষ্ঠানের প্ৰধানরা৷ এতে অংশ নেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য অধ্যাপক রাজীবমোহন পন্থ, শিক্ষা বিভাগের বরিষ্ঠ অধ্যাপক অজয় কুমার সিং সহ আরও অনেকে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্ৰীয় শিক্ষামন্ত্ৰী ধৰ্মেন্দ্ৰ প্ৰধান বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গিই প্ৰতিফলিত হয়েছে জাতীয় শিক্ষানীতিতে৷ সমগ্ৰ দেশ যখন ‘বিকশিত ভারত’-এর দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলেছে, তখন জাতীয় শিক্ষানীতি একটি জাতীয় মিশন হিসেবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দিক নিৰ্দেশ করছে৷ তাঁর মতে, ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নে সবচেয়ে কাৰ্যকর হাতিহার ‘জাতীয় শিক্ষানীতি ২০২০। তিনি এও বলেন, সরকার ‘জাতীয় শিক্ষানীতি ২০২০-কে নীতি থেকে অনুশীলনে নিয়ে যেতে সফল হয়েছে৷ যার মাধ্যমে ভারতীয় জ্ঞান ব্যবস্থায় বিশেষ করে উদ্ভাবন ও গবেষণায় এক দৃষ্টান্তমূলক পরিবৰ্তন সাধিত হয়েছে৷

আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্য অধ্যাপক রাজীবমোহন পন্থ জানিয়েছেন, অখিল ভারতীয় শিক্ষা সমাগম শুধুমাত্ৰ একটি সম্মেলন নয়, বরং একটি উন্নত ভারত গড়ে তোলার জাতীয় সংকল্পের এক সসম্মিলিত অভিব্যক্তি৷ ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’র মূল ক্ষেত্ৰগুলির ওপর বিষয়ভিত্তিক অধিবেশনে এ দিন শিক্ষাগত রূপান্তরের পরবৰ্তী পৰ্যায়ের এজেন্ডা নিৰ্ধারণে অন্তদৃষ্টিপূৰ্ণ আলোচনা হয়েছে বলেও জানান তিনি৷ প্ৰতিটি শ্ৰেণিকক্ষ যাতে অৰ্থপূৰ্ণ শিক্ষার স্থান হয়ে ওঠে ও প্ৰতিজন ছাত্ৰছাত্ৰীর সম্ভাবনা যাতে সৃজনশীলতা মাধ্যমে বিকশিত হয় তা নিশ্চিত করার ওপরই জোর দেওয়া হয়েছে এই শিক্ষা সমাগমে৷