বরাক তরঙ্গ, ১৭ নভেম্বর : অসমের রাজনীতিতে প্রবেশ ঘটতে পারে আসাদুদ্দিন ওয়াইসির! এর অন্তরালে আছে এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল।
যে এআইইউডিএফ বিগতদিনে ‘একলা চলো’ নীতিতেই বিশ্বাসী বলে পরিচিত ছিল, সেই দলের সভাপতি বদরুদ্দিন আজমল এখন জানিয়েছেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম–এর সঙ্গে জোট গড়তে তিনি প্রস্তুত। অর্থাৎ আগামি নির্বাচনে প্রথমবারের মতো অসমের রাজনৈতিক ময়দানে প্রবেশ করতে পারেন আসাদুদ্দিন ওওয়াইসি। রবিবার গুয়াহাটিতে সংবাদমাধ্যমের সামনে প্রাক্তন সাংসদ আজমল স্পষ্টভাবে জানান, ২০২৬–এর নির্বাচনে এআইএমআইএম–এর সঙ্গে হাত মিলিয়ে লড়াই করতে তাঁরা আগ্রহী।
উল্লেখযোগ্য যে দীর্ঘ অসুস্থতার পর মুম্বাই থেকে অসমে ফিরে আজমল নতুন রাজনৈতিক সমীকরণ সামনে আনলেন। বিরোধী দলগুলোর কাছ থেকে কোনও সাড়া না পাওয়ার পর এবার তিনি নতুন রাজনৈতিক কৌশল গ্রহণ করেছেন। আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে জোট গড়ে ২০২৬–এর ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে এআইইউডিএফ।
মুম্বাইয়ে চিকিৎসাধীন অবস্থাতেই আগামি নির্বাচনের জন্য নতুন সমীকরণ তৈরির কাজ শুরু করেছিলেন আজমল। ২০২৬–এ কংগ্রেসের বিরুদ্ধে ভালো ফলাফল আনতেই এবার তিনি এআইএমআইএম–কে সঙ্গী করতে চান। শুধু তাই নয়, এআইইউডিএফ এখন কেরালার শক্তিশালী রাজনৈতিক সংগঠন ইউডিএফ–এর সঙ্গেও জোট গড়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে।
অসমের রাজনীতিতে এই নতুন সমীকরণ আগামি নির্বাচনে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।


