অসমের শিক্ষা ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়, নিট উত্তীর্ণ ৫৫০-এরও বেশি শিক্ষার্থীকে সংবর্ধনা আজমল ফাউন্ডেশনের

হোজাই থেকে নিপ্পু লস্কর।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : অসমের শিক্ষা ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সাক্ষী রইল হোজাই। সর্বভারতীয় NEET -২০২৫ পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জনকারী আজমল সুপার-৪০-র ৫৫০-এরও বেশি কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানাল আজমল ফাউন্ডেশন। পাশাপাশি জেইই -২০২৫ এ উত্তীর্ণ আরও ৭০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার হোজাইস্থিত মরিয়ম আজমল উইমেন্স কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনো-লজি-র সুবিশাল প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা সভা রূপ নেয় এক ঐতিহাসিক মিলনমেলায়। বিশাল প্যান্ডেল, প্রায় আট হাজার আসন, সুদৃশ্য মঞ্চ, রাজকীয় প্রবেশদ্বার ও কার্পেট মোড়ানো রাস্তা, সব মিলিয়ে এদিনের অনুষ্ঠান ছিল নজরকাড়া ও স্মরণীয়। একসঙ্গে এত বিপুল সংখ্যক NEET ও JEE উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনার নজির অসমের শিক্ষা ইতিহাসে বিরল,  যা আগে কখনও দেখা যায়নি। অনেকের মতে, আজমল সুপার–৪০-এর ধারাবাহিক শিক্ষা আন্দোলনেই এমন সাফল্য সম্ভব হয়েছে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমল গ্রুপ অব কোম্পানির কর্ণধার আমিরুদ্দিন আজমল, রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অশোক পানচারি, আজমল সিএসআর ট্রাস্টের ট্রাস্টি ও আজমল ফাউন্ডেশনের ট্রাস্টি মওলানা বদরুদ্দিন আজমল, আজমল ফাউন্ডেশনের মুখ্য ট্রাস্টি সিরাজুদ্দিন আজমল, শিল্পপতি মওলানা মুস্তাক আনফর সহ বহু বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ ও অভিভাবকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আজমল ফাউন্ডেশনের ডাইরেক্টর ডক্টর খসরুল ইসলাম, আজমল সুপার ৪০-র প্রজেক্ট হেড আব্দুল কাদির ,আজমল ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ড. এমআরএইচ আজাদ সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *