CUET বাতিলের দাবিতে শিলচরে এআইডিএসও-র মিছিল-বিক্ষোভ

বরাক তরঙ্গ, ২২ মে : সিইউইটি বাতিলের দাবিতে মিছিল-বিক্ষোভ প্রদর্শন করল ছাত্র সংগঠন এআইডিএসও। বুধবার শিলচর শহরের জেলা কার্যালয় থেকে ছাত্র দলটি এক বিশাল মিছিল বের করে। CUET বাতিলের দাবিতে স্লোগান দিয়ে শহরের রাজপথ কাঁপিয়ে জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ চলাকালীন এক প্রতিনিধি দল কাছাড়ের জেলাশাসকের মারফতে শিক্ষামন্ত্রী সহ পরীক্ষা এজেন্সির সঞ্চালকের কাছে স্মারকলিপি প্রদান করো। প্রতিলিপি মুখ্যমন্ত্রীকেও দেওয়া হয়েছে।

এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্র সংগঠনের কর্মকর্তারা বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রে সিআইইউটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করায় ছাত্রছাত্রীরা মারাত্মক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এই পরীক্ষা সম্পর্কে বেশিরভাগ ছাত্রছাত্রী অবহিত নয় ফলে অনেকে আবেদনই করেনি। দ্বিতীয়ত যারা আবেদন করেছে তাদের বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা দেওয়ার জন্য বরাক উপত্যকার বাইরে যথাক্রমে আইজল, শিলং, গুয়াহাটি, কোকড়াঝাড়, যোরহাট, ডিব্রুগড় ইত্যাদি স্থানে যেতে বাধ্য করা হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই অবিবেচক সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা চরম বিপাকে পড়েছে এবং অনেকে আর্থিক অসচ্ছলতার জন্য সে সব স্থানে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারবে না। ফলে বিশাল সংখ্যক ছাত্রছাত্রীর উচ্চ শিক্ষা অর্জনের পথ বন্ধ হয়ে যাবে। তাই সিইউইটি পরীক্ষা বাতিল করার দাবি জানান  তাঁরা। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে সাফ জানিয়ে দেন।

CUET বাতিলের দাবিতে শিলচরে এআইডিএসও-র মিছিল-বিক্ষোভ

এ দিনের মিছিলে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার কর্মকর্তারাও অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি প্রজ্জল দেব, কাছাড়ের জেলা সভাপতি, স্বাগতা ভট্টাচার্য, সম্পাদক গৌরচন্দ্র দাস, করিমগঞ্জের সোমা শুক্ল, সুজিত পাল সহ অনেকে।

Author

Spread the News