কলেজ একত্ৰিকরণ সিদ্ধান্তের তীব্ৰ প্রতিবাদ এআইডিএসও’র

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : একত্ৰিতকরণের নামে হাজার হাজার সরকারি বিদ্যালয় বন্ধের চূড়ান্ত শিক্ষা বিরোধী পদক্ষেপ রাজ্য সরকার ইতিমধ্যে কার্যকর করার মাধ্যমে সরকারি স্কুলের ধ্বংস যজ্ঞ চালাচ্ছে। উচ্চ শিক্ষা ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা মন্ত্ৰী রণোজ পেগু ঘোষণা করেছেন যে ৫০০ কম ছাত্রছাত্রী থাকা কলেজগুলোকে অন্য কলেজের সঙ্গে একত্ৰিকরণ করা হবে। এধরনের হঠকারি ও অদূরদৰ্শী সিদ্ধান্তের তীব্ৰ প্রতিবাদ জানিয়ে এআইডিএসও’র অসম রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্ৰেস বার্তায় বলা হয় যে এসব সিদ্ধান্তের আড়ালে রয়েছে রাজ্য সরকারের জাতীয় শিক্ষা নীতি-২০২০ এর পথ নিৰ্দেশ অনুসরণ করে উচ্চ শিক্ষার দ্বার দরিদ্র পরিবারের ছাত্ৰছাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া। অসমের বিশেষ করে গ্রামাঞ্চলের কলেজগুলো বিস্তীৰ্ণ এলাকার ছাত্ৰছাত্রীদের মধ্যে শিক্ষার আলো পৌঁছানোর একমাত্র মাধ্যম। এসব কলেজ বন্ধ হয়ে গেলে দরিদ্র পরিবারের ছাত্রদের গাড়ি ভাড়া সহ আনুসঙ্গিক খরচ বহন করে দুরবৰ্তী স্থানে গিয়ে শিক্ষা গ্ৰহণ করা অসম্ভব হয়ে যাবে। ফলে এই সিদ্ধান্তের সর্বনাশা প্ৰভাব গ্রামাঞ্চলে পড়বে।

অথচ রাজ্যের শিক্ষাবিদ, অধ্যাপক, শিক্ষক সমাজ ও ছাত্ৰ সংগঠনের সাথে গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়ায় কোনো আলোচনা না করে সরকার এককভাবে এধরনের শিক্ষা বিরোধী সিদ্ধান্ত গ্ৰহণ করেছে। শিক্ষা যেহেতু যৌথ তালিকাভূক্ত বিষয়, তাই জাতীয় শিক্ষা নীতি সম্পর্কে রাজ্য সরকারের পৃথক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। অথচ এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্ৰতিবাদ না করে রাজ্য সরকার নিজের অধিকার খৰ্ব করছে এবং এই শিক্ষা নীতিকে কাৰ্যকর করতে উঠে পড়ে লেগেছে যাতে শিক্ষা সম্পূৰ্ণভাবে কৰ্পোরেট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যায় এবং তারা দায়ভার এড়িয়ে যেতে পারে। সংগঠনের পক্ষ থেকে এও বলা হয় যে শিক্ষার ব্যক্তিগতকরণ, বাণিজ্যিকীকরণ ও সরকারি স্কুল -কলেজগুলো ধ্বংসের স্বাৰ্থে ছাত্ৰছাত্ৰী ও বিষয় ভিত্তিক বিভাগ কম থাকার সমস্যার সমাধান না করে সেটাকেই অজুহাত দাঁড় করিয়ে কলেজ বন্ধের পরিকল্পনা নিয়েছে। স্বাধীনোত্তর কালে রাজ্যের সমস্ত শিক্ষা প্ৰতিষ্ঠান শিক্ষাপ্ৰেমী জনগণের রক্ত জল করা টাকা ও অশেষ ত্যাগের বিনিময়ে গড়ে উঠেছে। সরকার কলেজ বন্ধের ঘোষণা করছে অথচ কলেজগুলোর উন্নয়নে বিশেষ করে পরিকাঠামো গড়ে তোলা, পৰ্যাপ্ত শিক্ষক নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। ফলে এই সিদ্ধান্ত অত্যন্ত অগণতান্ত্ৰিক, অপ্ৰয়োজনীয় ও শিক্ষা সংকোচনকারী। সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট জোরালো দাবি উত্থাপন করা হয় যে উচ্চ শিক্ষা বিভাগের ক্ষেত্রে গ্ৰহণ করা কলেজ একত্ৰিতকরণের পদক্ষেপ যাতে অবিলম্বে বাতিল করা হয়। সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমস্ত অংশের ছাত্ৰছাত্ৰী, শিক্ষক এবং জাতি বৰ্ণ ধর্ম নিৰ্বিশেষে জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে প্ৰতিরোধ আন্দোলন গড়ে তুলতেও আহ্বান জানানো হয়।

Author

Spread the News