মাধ্যমিক পরীক্ষা বহাল রাখার দাবিতে শিলচরে বিক্ষোভ এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : মাধ্যমিক পরীক্ষার শুরুর দিনে আগামীতেও এই গুরুত্বপূর্ণ পরীক্ষা বহাল রাখার দাবি জানাল ছাত্র সংগঠন এআইডিএসও। শুক্রবার আগামী শিক্ষাবৰ্ষ থেকে মেট্ৰিক পরীক্ষার মতো গুরুত্বপূৰ্ণ পরীক্ষা তুলে দেওয়া, সরকারি স্কুল বন্ধ করে দেওয়া ও মাতৃভাষা মাধ্যমের সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ শ্ৰেণী থেকে গণিত ও বিজ্ঞান ইংরাজী ভাষায় পাঠদানের অবৈজ্ঞানিক সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্যালয় সমূহের পরিদর্শক এর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করলে সংগঠনের কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। সংগঠনের অসম রাজ্য কমিটির পক্ষ থেকে উক্ত দাবির সমর্থনে ১০-১৬ ফেব্রুয়ারি রাজ্যব্যপী প্ৰতিবাদ সপ্তাহ পালনের সঙ্গে সঙ্গতি রেখে প্ৰতিবাদী কাৰ্যসূচী পালিত হয় কাছাড়ে।

এ দিন বিক্ষোভে প্ৰতিবাদকারীরা, কোনও অজুহাতে মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূৰ্ণ পরীক্ষা তুলে দেওয়া চলবে না, ষষ্ঠ শ্ৰেণী থেকে গণিত ও বিজ্ঞান ইংরেজিতে পড়ানো বন্ধ কর, প্ৰথম শ্ৰেণী থেকে ইংরাজি গুরুত্ব সরকারে শেখানোর ব্যবস্থা কর, সরকারি স্কুল বন্ধ করা চলবে না ইত্যাদি শ্লোগান দেয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে শিক্ষার ব্যবসায়ীকরণ, বাণিজ্যিকীকরণ ত্বরান্বিত করতে কেন্দ্রীয় সরকারের গ্ৰহণ করা জাতীয় শিক্ষা নীতি -২০২০ এর শিক্ষা ধ্বংসকারী নীতিগুলি অসম সরকার অক্ষরে অক্ষরে কাৰ্যকর করছে। মেট্ৰিক পরীক্ষার মধ্য দিয়ে ছাত্ৰছাত্ৰীরা জীবনের প্ৰথমবার রাজ্য ভিত্তিক পরীক্ষার অবতীৰ্ণ হওয়ার গৌরবের অংশীদার হয়। ফলে অত্যন্ত গুরুত্ব সরকারে অধ্যয়ন করে এবং মেধা তালিকায় স্থান অর্জনের আকাংক্ষায় ছাত্রছাত্ৰীদের গভীর অধ্যয়নের স্পৃহা সৃষ্টি হয়।

মাধ্যমিক পরীক্ষা বহাল রাখার দাবিতে শিলচরে বিক্ষোভ এআইডিএসও-র

মেট্ৰিক পরীক্ষা ও মেধা তালিকায় স্থান অর্জন ছাত্ৰ ছাত্ৰীদের জীবনে কী ক্ষতি সাধন করে তা কারো বোধগম্য হয়নি। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত শুধু জাতীয় শিক্ষা নীতির অন্ধ অনুকরণ ছাড়া আর কিছু নয়। এর সঙ্গে শিক্ষার মান উন্নয়নের কোনও সম্পৰ্ক নেই।

Author

Spread the News