এআইডিএসও-র সভাপতি সৌরভ ও সাঃ সম্পাদক শিবাসিস মনোনীত
৩০ নভেম্বর : ছাত্র সংগঠন এআইডিএসও-র সর্বভারতীয় সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। গঠন করা হয় নয়া কমিটি। দিল্লিতে অনুষ্ঠিত দশম সর্বভারতীয় ছাত্র সম্মেলনে সংগঠনের সভাপতি সৌরভ ঘোষ এবং সাধারণ সম্পাদক শিবাসিস প্রহরাজকে মনোনীত করা হয়।
তিনদিনব্যাপী সম্মেলনের শেষদিনে তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত প্ৰতিনিধি সম্মেলন শেষে সর্বভারতীয় কমিটি গঠন করা হয়েছে। এ দিকে, ২৮ নভেম্বর প্ৰতিনিধি সম্মেলনের প্রথম দিন বিভিন্ন দেশের সংগ্ৰামী ছাত্ৰ নেতারা তাদের নিজ দেশের ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রতিনিধি সভায় আইআইটি মুম্বাইয়ের প্ৰাক্তন অধ্যাপক রাম পুনিয়ানী, মেঘালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ওয়াণ্ডেল পাসা, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন উপাচাৰ্য অধ্যাপক জমির উদ্দিন সাহ, জেএসএস টেকনোলজিকাল বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন উপাচাৰ্য অধ্যাপক এল জহর নেশন, হিমাচল প্ৰদেশের কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন উপাচাৰ্য অধ্যাপক নভনীত শৰ্মা, স্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতা ও প্ৰাক্তন সাংসদ ডাঃ তরুণ মণ্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ২৭ নভেম্বর থেকে শুরু হয় তিনদিন ব্যাপী সর্বভারতীয় সম্মেলন। সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক চমনলাল, সংগঠনের প্ৰাক্তন সৰ্বভারতীয় সভাপতি অরুণ কুমার ও বৰ্তমান সভাপতি ভিএন রাজশেখর। সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্ধৃতি প্রদর্শনী, চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন যথাক্রমে বিশিষ্ট কবি গৌহর রাজা, জেএইউ এর প্ৰাক্তন অধ্যাপক অরুণ কুমার ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্ৰাক্তন অধ্যাপক নন্দিতা নারায়ণ।