প্রশ্নপত্র ফাঁস, উচ্চ পর্যায়ের তদন্ত চাইল এআইডিএসও

বরাক তরঙ্গ, ১ মার্চ : হায়ার সেকেন্ডারি ফাইনালের কেমিস্ট্রির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাল এআইডিএসও’র অসম রাজ্য কমিটি। এক প্রেস বার্তায় সংগঠনের বলা হয় যে বারবার এধরনের ঘটনা প্রমাণ করে যে অসম সরকার রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিয়ে সম্পূর্ণ উদাসীন এবং শিক্ষা বিভাগে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গেছে।

এও বলা হয়, এধরনের ঘটনা ছাত্রছাত্রীদের মনন জগতে গভীর রেখাপাত করে এবং তাদের শিক্ষা জীবন ক্ষতির সম্মুখীন হয়। সরকারের অবহেলা ও দুর্নীতির প্রশ্নে আপস ছাত্রছাত্রীদের সারা বছরের পরিশ্রমকে ধূলায় মিশিয়ে দেয়। এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তি এবং এধরনের ঘটনা ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়।

Author

Spread the News