পীর সৈয়দ মুফিদুলকে নিয়ে সামাজিক মাধ্যম কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা আহলে সুন্নতের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : সেটেলমেন্টের পীর সৈয়দ মুফিদুল হুসাইনকে নিয়ে সামাজিক মাধ্যম কুরুচিপূর্ণ মন্তব্য করায় প্রায় পাঁচজনের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে মামলা দায়ের করা হল। বৃহস্পতিবার করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন আহলে সুন্নাতের কর্মকর্তারা। শুক্রবার দায়ের করা মামলার ব্যবস্থা তদন্তের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন আইনজীবী সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তারা। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য সহ আইনজীবী কবির আহমেদ চৌধুরী এবং জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক আশরাফুল নুর চৌধুরী পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের হাতে এক স্মারকপত্র প্রদান করেন। পুলিশ সুপার পার্থ প্রতিম দাস তাদেরকে আশস্ত করেন যে এই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। অভিযুক্তরা হলেন আব্দুর রশিদ, আমির হোসেন, সোহেল, আহমদ লতিফি, নাসির তালুকদার সহ আরও কয়েক জন।
স্মারকপত্র প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী কবির আহমেদ চৌধুরী বলেন, কিছু দুর্বৃত্ত করিমগঞ্জ সেটেলমেণ্টের পীর সৈয়দ মুফিদুল হুসাইনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক ও হোয়াটসঅ্যাপে) তাঁর একটি বক্তব্যের ছবি ও ভিডিও ইত্যাদি প্রচার করে এবং অপ্রাসঙ্গিক অসম্পাদিত ভিডিওগ্রাফি, ভয়েস রেকর্ডিং পোস্ট করে তার মানহানি ও কুৎসা রটাচ্ছেন। সামাজিক মাধ্যমে এমন প্রচার এবং কার্যকলাপে সমাজে তাঁর ভাবমূর্তি নষ্ট করে যা হিংসার সৃষ্টি হতেও পারে।