অগ্রণী ক্লাবের ভেটারেন নাইট ক্রিকেটে চ্যাম্পিয়ন এমিগোস
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : শিলচর সুভাষনগরের ঐতিহ্যবাহী অগ্ৰণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি ভেটারেন ৮ এ – সাইড নাইট ক্রিকেটে চ্যম্পিয়ন হল এমিগোস ক্লাব। রবিবার রাতে ফাইনাল খেলায় এমিগোস ক্লাব হারায় বরাকবন্ধু ক্লাবকে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হওয়া খেলোয়াড়দের একটি করে মেডেল ও ট্রফি সহ নগদ অর্থ তুলে দেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত প্রয়াত সুশীল চৌধুরীর ছোট ভাই দীনেশ চৌধুরী, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতুনু ভট্টাচার্য, এজিএস অজয়কুমার রায়, অগ্ৰণী ক্লাবের পক্ষ থেকে ক্রীড়া সম্পাদক পিণাকপানি দাস, দীপম পুরকায়স্থ প্রমুখ।
বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অতুনু ভট্টাচার্য। রানার্স দল বরাকবন্ধু ক্লাবের পুরস্কার বাবদ পাওয়া নগদ অর্থ অগ্ৰণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির কাজে লাগানোর উদ্দেশ্যে ক্লাবের আহ্বায়কের হাতে তুলে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান তিনি। টুর্নামেন্টের স্পন্সার বিশিষ্ট আইনজীবী সৌমেন চৌধুরী এই ঐতিহ্যবাহী অগ্ৰনী ক্লাবে তাঁর প্রয়াত বাবা সুশীল চৌধুরী দীর্ঘ দশ বছর সভাপতি ছিলেন এবং তাঁর পরিবারের প্রত্যেক সদস্যরা এই ক্লাবের বিভিন্ন সময় সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ও আগামীতে থাকবেন বলে জানান। উপস্থিত সবাই বক্তব্যে অগ্ৰনী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক রনেন্দ্র চৌধুরী (অঙ্কু) সহ উদযাপন কমিটির প্রত্যেক সদস্যদের এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনার জন্য ভূয়সী প্রশংসা করেন।
এদিনের ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্বে ছিলেন পিনাকপানি দাস ও রূপক চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন ক্লাবের সদস্য টিটন রায়, অসীম দাস, প্রণয় দাস, অজিত দাস, তুহিনাংশু ভট্টাচার্য, শুভমিত্র বিশ্বাস, সাগ্নিক ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, টুর্নামেন্টে অঞ্চলের ১০ টি দল অংশগ্রহণ করে।