সোনাইয়ে অগপ-র রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের ভিত মজবুত করতে একের এক সভার আয়োজন করছে অসম গণ পরিষদ। একই উদ্দেশ্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার পর্যবেক্ষক সুনীল ডেকার উপস্থিতিতে রবিবার সোনাই বাজারের মাল্টিপারপাস হলে আয়োজিত হয় অগপ রাজনৈতিক কর্মশালা। এই কর্মশালায় দলের কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়ভূইয়ার উদ্যোগে বেশ কয়েকজন লোক দলে যোগদান করেন। সোনাই পরিষদের সভাপতি সাহাব উদ্দিন লস্করের সভাপতিত্ব কর্মশালায় সুনীল ডেকা বলেন, সোনাইর বর্তমান বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া এক সময় কংগ্রেস দলে ছিলেন, আজ তিনি এআইইউডিএফ দলের বিধায়ক। তিনি সুবিধাবাদী রাজনৈতিক নেতা। অন্যদিকে কংগ্ৰেস দলের নেতাদের একহাত নিয়ে বলেন, তাঁরা অসমের জনগণকে কর্মসংস্থান থেকে দূরে রেখে প্রতারণা করেছিলেন, কিন্তু মিত্রজোট সরকার অসমের বেকার ছেলে-মেয়েদের আত্মনির্ভর করার জন্য দেশ-বিদেশের বেসরকারি কোম্পানি স্থাপনের উদ্যোগ হাতে নিয়েছে। এতে অসমের অর্থনৈতিক উন্নতি ঘটবে ও বেকার সমস্যার নিরসন ঘটবে।
জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, সোনাইকে উন্নতির দিকে নিয়ে যেতে হলে কংগ্ৰেস ও এআইইউডিএফ দলকে সরাতে হবে। এই দুইটি দল সম্প্রদায়িক দল। আব্দুল কাইয়ুম মজুমদার বলেন, সোনাই অঞ্চলে অগপর নেতা-কর্মী সোনাইবাসীর উন্নতির স্বার্থে কাজ করে যাচ্ছেন। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে অগপ দলের প্রতিনিধিদের জয় নিশ্চিত।

এদিন দলের কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়ভূইয়ার হাত ধরে প্রায় একশো জন পুরুষ ও মহিলারা অগপ দলে যোগদান করেন এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার সরকারি প্রতিনিধি আনোয়ার হোসেন লস্কর, সোনাই বিধান পরিষদের সম্পাদক জামিল আহমেদ বড়ভূইয়া, সৌরভ ভট্টাচার্য, সুলতানা বেগম লস্কর, বীনা দাস প্রমুখ।

সভার শুরুতে সম্মানিত অতিথি তথা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় ইনচার্জ সুনীল ডেকা, কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া, সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নেকবুব লস্কর, যুব পরিষদের কাছাড় জেলার সভাপতি সৌরভ দেব, কেন্দ্রীয় কমিটির সদস্য নজু বড়ভুইয়া, জেলার সম্পাদক মণিতন সিংহকে গামছা পরিয়ে সম্মান জানানো হয়।