মিত্র জোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে নিয়ে এজিপির সভা শিলচরে

মিত্র জোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে নিয়ে এজিপির সভা শিলচরে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : মিত্র জোটের প্রার্থীকে নিয়ে নির্বাচনী সভা করল অসম গণ পরিষদ। শিলচর টাঙ্ক রোড স্থিত অগপ দলের কাছাড় জেলা কার্যালয়ে শুক্রবার বিকেলে আয়োজিত সভায় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য অগপ ও বিজেপি দলের মিত্রতার অতীতের ইতিহাস তুলে ধরে বলেন, যেভাবে বিজেপি দল এজেপি দলকে প্রত্যেক সাহায্য করে চলে আসছে, অসমের ইতিহাসে এইরকম রাজনৈতিক কোনও দল নেই  একদল-অন্যদলকে এ ভাবে সাহায্য করছে বা করেছে। তিনি এও বলেন, কংগ্রেস দল যেভাবে অসম তথা সমগ্ৰ দেশের জনগণকে শোষণ করে রাজনীতির নামে শোষন নীতি চালিয়ে গিয়েছিল, এই কংগ্রেসের শোষন নীতির থেকে সম্পূর্ণভাবে নিস্তার দিতে তৃতীয়বারের মতো লোকসভা নির্বাচনে জয়ী হয়ে কেন্দ্রে বিজেপি সরকার গঠন হচ্ছে এবং নরেন্দ্র মোদি তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে কোনো সন্দেহ নেই। কংগ্রেস দলকে এখন দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না, কংগ্রেস মানুষের মন থেকে মুছে গিয়েছে আর বিজেপি দল হচ্ছে জনগনের দল।

সভায় বক্তব্যে অগপ দলের সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক সুনীল ডেকা বলেন, যেভাবে এজিপি ও বিজেপি দলের নেতা-কর্মীরা একজোট হয়ে অসমের উন্নয়নের কাজ করে যাচ্ছে বিগত দিনে কোনও সরকার এইভাবে উন্নয়নের কাজ করতে পারেনি। তাই এবার কাছাড়ে মিত্র জোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জনগণ জয়ী করবেন বলে তিনি আশাবাদী। জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, বরাকের রাজনৈতিক নেতা হিসেবে গর্ব পরিমল শুক্লবৈদ্য। অগপ দল মিত্র জোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে কিভাবে বিপুল ভোটে জয়ী করা যায় এই বিষয়ে জেলা কমিটির প্রত্যেকজন নেতা-কর্মীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। এ ছাড়া বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, অগপ দলের সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহ, অগপ দলের কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব, অগপ ধর্মীয় সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী প্রমুখ।

মিত্র জোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে নিয়ে এজিপির সভা শিলচরে

শুরুতে প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সহ কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক অভ্রজিত চক্রবর্তী (ঝলক), জেলা কমিটির সদস্য কঙ্কন শিকদার, আইন কোষের প্রমুখ অমরেন্দ্র পাল, যুব মোর্চার সভাপতি অমিতেষ চক্রবর্তী, কৃষক মোর্চা সাধারণ সম্পাদক অমিতেষ দে, শিলচর লোকসভার সামাজিক মাধ্যম প্রমূখ প্রসনজিৎ দেব, যুব মোর্চার সম্পাদক মহিতোষ তাঁতিদের অগপ দলের  কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক সুনীল ডেকা ও বিমলেন্দু সিংহ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক জিৎ কুমার দেব, কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া সহ অন্যান্যরা গামছা দিয়ে সম্মান জানান।

মিত্র জোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে নিয়ে এজিপির সভা শিলচরে

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অসাম যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুক হোসেন লস্কর, অগপ ধর্মীয় সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার, কাছাড় জেলা অগপর প্রচার সম্পাদক রুমিম আহমেদ মাঝারভূইয়া, উদারবন্দ বিধান পরিষদের সম্পাদক নেপাল সিংহ, সম্পাদক অমিত এন্দো, শিলচর বিধান পরিষদের সভাপতি নীলাঞ্জন রায়, সম্পাদক রুপেশ সিংহা, সোনাই বিধান পরিষদের সম্পাদক জমিল আহমেদ, যুব পরিষদের কাছাড় জেলার সভাপতি সৌরভ দেব, উপ-সভাপতি জাহির হোসেন লস্কর ও  মোহন পাল, সম্পাদক চিত্তরঞ্জন সিংহা ও বাপ্পা কুমার দাস, সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম বড়ভূইয়া (বাপ্পন), বিত্ত সম্পাদক হিফজুর রহমান তালুকদার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাজীব সিংহা সহ আরো অন্যান্যরা। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অগপ দলের কাছাড় জেলার দুই সম্পাদক মণিতন সিংহ ও সুজিত শর্মা।

Author

Spread the News