সোনাইয়ে পরিমলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন এজিপির

সোনাইয়ে পরিমলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন এজিপির

বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নিজ-নিজ দলীয় প্রার্থীকে জয়ী করার ক্ষেত্রে কোমর বেধে মাঠে নেমেছেন। সেইক্ষেত্রে পিছিয়ে নেই অগপ দলের নেতারা। মঙ্গলবার অসম গণ পরিষদ দল সোনাই বাজারে একটি দলীয় নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করেন অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক বিমল সিংহ, বিজেপি সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, সাধারণ সম্পাদক রুকন চৌধুরী, অগপর কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া, অগপ ধর্মীয় সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার, জেলার দুই সম্পাদক সুজিত শর্মা ও মণিতন সিংহ, আনোয়ার হোসেন লস্কর, কনকপুর জিপির প্রাক্তন সভাপতি মইনুল হক রাজবড়ভূইয়া প্রমুখ।

সোনাইয়ে পরিমলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন এজিপির

এদিনের সভায় প্রথমে উপস্থিত সবাইকে অসমিয়া ফুলন গামছা দিয়ে সম্মান জানান অগপ দলের সোনাই বিধান পরিষদের কর্মকর্তারা। বক্তব্যে সোনাই বিজেপির মণ্ডল সভাপতি ভজন সেন বলেন, এজিপি-বিজেপি দলের মিত্রজোটের শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য একজন সৎ ও কর্মদক্ষতা সম্পূর্ণ প্রবীন রাজনৈতিক নেতা।কেবলমাত্র পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করতে পারলে কাছাড় তথা বরাকের উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি। অগপর কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, সোনাইবাসীর সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে সোনাইবাসীকে জাতি-বর্ণ-ধর্ম-নির্বিশেষ মিত্রজোটের কর্মদক্ষ প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোট দিয়ে জয়ী করতে হবে। অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক বিমল সিংহ কাছাড়ের উন্নয়নের স্বার্থে  অগপ সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা মিত্র জোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয় নিশ্চিত করতে অতিস্বত্বর মাঠে নামার নির্দেশ দেন।

সোনাইয়ে পরিমলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন এজিপির

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনাই মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক রুকন চৌধুরী। সভাটি পরিচালনায় ছিলেন সোনাই বিধান পরিষদের সচিব জমিল আহমেদ বড়ভূইয়া এবং উপস্থিত সোনাই বিধান পরিষদের উপ-সভাপতি টিংকু দাস, নন্দবাবু সিংহ, অগপর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ফকরুল আহমেদ বড়ভূইয়া, আব্দুল হুসেন লস্কর সহ অন্যান্য কর্মী ও সমর্থকেরা।

Author

Spread the News