মিত্রজোটের প্রার্থী পরিমলকে জয়ী করতে মাঠে অগপ কর্মীরা : সুনীল ডেকা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ মার্চ : মিত্রজোটের প্রার্থীকে জয়ী করতে কাছাড় জেলা প্রত্যেক বিধানসভা কেন্দ্রের দলীয় সভাপতি ও সম্পাদক এবং ভ্রাতৃ সংগঠন ছাত্র পরিষদ, যুব পরিষদ, মহিলা পরিষদ ও কৃষক পরিষদের সর্বস্তরের কর্মকর্তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার শিলচর ট্রাঙ্ক রোডে অগপর কাছাড় জেলা কার্যালয়ে আয়োজিত সভায় কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক সুনীল ডেকা ও বিমল সিংহ উপস্থিতি ছিলেন।

কংগ্রেস ও আপ দলের প্রায় দুশো কর্মী যোগ দিলেন______

সভায় সুনীল ডেকা বলেন, আগামী লোকসভা নির্বাচনে অসমে মিত্রজোটের প্রত্যেক প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে হবে। রাজ্যের জনগণ জানেন মিত্রজোট সরকার ছাড়া উন্নয়ন অসম্ভব, আর অগপ দল অসমের একমাত্র আঞ্চলিক দল, এই দলের প্রত্যেক নেতা জনগণের অধিকার আদায়ের জন্য চিরকাল সংগ্ৰাম চালিয়ে যাচ্ছেন। জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, আগামী লোকসভা নির্বাচনে  মিত্রজোটের প্রত্যেকটি  প্রার্থীদের সঙ্গে সর্বস্তরের জনগণের আর্শীবাদ রয়েছে। বিশেষভাবে কাছাড় জেলার মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের জয়ের জন্য অগপ দলের নেতা-কর্মীরা মাঠে নেমে পড়েছেন ও বিরোধী দল থেকে পরিমল শুক্লবৈদ্য তিন লক্ষ ভোটের  ব্যবধানে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

মিত্রজোটের প্রার্থী পরিমলকে জয়ী করতে মাঠে অগপ কর্মীরা : সুনীল ডেকা

কৃষক পরিষদের জেলা সভাপতি মওলানা এনামুল্লা বলেন, অগপ দলের নেতারা কেবল আগামী লোকসভা বা বিধানসভা নির্বাচনে জয়ী নয় আগামী পঞ্চায়েত নির্বাচনেও বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী। এ দিন সভাটি পরিচালনায় ছিলেন জেলা সম্পাদক মণিতন সিংহ।

মিত্রজোটের প্রার্থী পরিমলকে জয়ী করতে মাঠে অগপ কর্মীরা : সুনীল ডেকা

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার উপ-সভাপতি বকুল উদ্দিন মজুমদার, ধর্মীয় সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল কায়ূম মজুমদার, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রাজীব সিংহা, কেন্দ্রীয় কমিটির সদস্য নন্দমোহন সিংহ, কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির উপ সভাপতি বাহারুল হক মজুমদার, যুব পরিষদের জেলা আহ্বায়ক নেকবুব হুসেন লস্কর, সৌরভ দেব সহ অন্যান্যরা।

উল্লেখ্য, এ দিন অসম গণ পরিষদে যোগ দিলেন কংগ্রেস ও আপ দলের প্রায় দুশো কর্মী। কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক সুনীল ডেকা ও বিমল সিংহের উপস্থিতিতে যোগ দেন।

Author

Spread the News