অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস পালন শিলচরে
বরাক তরঙ্গ, ১১ আগস্ট : দেশের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহিদ অগ্নিযুগের অগ্নিশিশু ক্ষুদিরাম বসুর ১১৮তম আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে শহিদ ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটি। সোমবার সকাল সাড়ে আটটায় শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক নকুল রঞ্জন পাল, মূর্তি প্রতিষ্ঠা কমিটির সহ-সম্পাদক অধ্যাপক ড. অজয় রায়, সরকারি বালক উচ্চতর বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, নেতাজি ফাউন্ডেশনের সভাপতি নীহাররঞ্জন পাল, এসইউসিআই (সি)’র কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, মহিলা সংগঠন এআইএমএসএস’র রাজ্য কমিটির সদস্য দুলালী গাঙ্গুলি, এআইএমএসএস কাছাড় জেলার পক্ষে খাদেজা বেগম লস্কর, যুব সংগঠন এআইডিওয়াইও’র কাছাড় জেলা কমিটির সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, ছাত্র সংগঠন এআইডিএমও’র কাছাড় জেলা কমিটির সভাপতি স্বাগতা ভট্টাচার্য সহ সমবেত জনসাধারণ।

অনুষ্ঠানে ‘একবার বিদায় দে মা ঘুরে আসি—-’সঙ্গীতটি পরিবেশন করেন দুলালী গাঙ্গুলি। শহিদ ক্ষুদিরাম বসুর জীবন ও কর্মজীবন নিয়ে আলোচনা করেন নীহার রঞ্জন পাল। তিনি ক্ষুদিরাম বসুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক অজয় রায়। বক্তারা আজকের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে শহিদ ক্ষুদিরাম বসুর জীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার আহ্বান জানান। সর্বশেষে বিপ্লব ঘোষ ‘ভয় কি মরণে’ গানটি পরিবেশন করেন। এই দিন উপলক্ষে জনসাধারণের মধ্যে শহিদ ক্ষুদিরাম বসুর ব্যাজ পরিধান করানো হয়।