ভারত-বাংলা সীমান্তবর্তী গ্রাম থেকে ছিনতাই করা আগর কাঠের চিপস উদ্ধার, ধৃত ৩
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : নিলামবাজারের কায়স্থগ্রাম থেকে ছিনতাই করা ষাট লক্ষের আগর কাঠের চিপসের বেশক’টি বস্তা উদ্ধার করল পুলিশ। পাশাপাশি তিনজনকে গ্রেফতার ও ব্যবহৃত একটি বাহন বাজেয়াপ্ত করা হয়। রবিবার রাতে নিলামবাজার পুলিশের একটি দল ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে অভিযান চালিয়ে এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে যথাক্রমে সুলেমান, ওয়াহাব ও এমাদকে পাকড়াও করে। পাশাপাশি ধৃতদের কাছ থেকে বেশ কয়েক বস্তা আগর কাঠের চিপস সহ ব্যবহৃত একটি আল্টো গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ। নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার ঘটনাস্থলের আশপাশ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তে গতি আনেন। ফলে তিন দিনের মাথায় এ কাণ্ডে বড়সড় সাফল্য পায় পুলিশ।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর শুক্রবার কাকভোরে পাথারকান্দির কাঁঠালতলি থেকে একটি স্কোরপিও বাহনে তেত্রিশ বস্তায় চার কুইন্টাল পরিমান সুগন্ধি আগর কাঠের চিপস নিয়ে হোজাই যাবার পথে গাড়িটিকে করিমগঞ্জ জেলার নিলামবাজার থানাধীন কায়স্থগ্রামের আট নং জাতীয় সড়কের রেল গেট সংলগ্ন স্থানে সিনেমার কায়দায় একদল ছিনতাইবাজরা দুটি বাহন নিয়ে হামলা চালিয়ে প্রায় ষাট লক্ষ টাকার আগর কাঠের চিপস লুট করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন গাড়ির চালক তথা কাঁঠালতলির বাসিন্দা নুরুল হক ও হোজাই জেলার আগর ব্যবসায়ী আব্দুল হক।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।