জনগণের স্বার্থ অধিকার আদায়ে আজও প্রতিবাদী ভূমিকায় রয়েছে অগপ : সুনীল ডেকা
বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : অসম গণ পরিষদে শতাধিক লোক যোগদান করলেন। শুক্রবার দুপুরে শিলচর টাঙ্ক রোডে থাকা দলের কাছাড় জেলা কমিটির কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয়। সভায় দলের কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক সুনীল ডেকা ও বিমল সিংহ, কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিতকুমার দেব, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব আহমেদ বড়ভূইয়া, জেলা কমিটির সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া, সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী, যুব পরিষদের জেলা সভাপতি সৌরভ দেব, সংখ্যালঘু পরিষদের সভাপতি হায়দার হুসেন লস্কর, নজরুল বড়ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল ডেকা বলেন, যেকোনও রাজনৈতিক দলের প্রতিষ্ঠা ও ধ্বংসের মূলে রয়েছে জনগণ, আর অসমের জনগণের দল হল অসম গণ পরিষদ দল। রাজ্যে মিত্রজোটের সরকারে যদিও অগপ দল শরিক আছে, তবুও অসমের জনগণের স্বার্থ অধিকার আদায়ের লক্ষ্যে আজও প্রতিবাদী ভূমিকা পালন করছে অগপ। অসমের শাসন থেকে কংগ্ৰেস দলকে মুক্ত করার ক্ষেত্রে অগপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিমল সিংহ অগপ-র সঙ্গে বরাকের জড়িয়ে থাকা অতীতের ইতিহাস তুলে ধরে বলেন, দীর্ঘদিন অগপর নেতা-কর্মীরা প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীও হয়েছিলেন, তাঁদের বলিষ্ঠ নেতৃত্ব আজও বরাকবাসী ভুলতে পারেনি, অগপ কেবলমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটা একটি বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকাকে উন্নয়নের ক্ষেত্রে একভাবে কাজের চিন্তাধারা এক রাজনৈতিক দল।
কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিতকুমার দেব বলেন, অসমে মিত্রজোট সরকার যেসব উন্নয়নের কাজ করছেন, এতে অগপ দলের দুই মন্ত্রী অতুল বরা ও কেশব মহন্তের অতুলনীয় অবদান রয়েছে। অগপ দুর্বল নয়, ধীরে – ধীরে পুনরায় সবল হিসেবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন। এদিনের সভা পরিচালনায় ছিলেন দলের কাছাড় জেলার সম্পাদক মণিতন সিংহ। অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলার সম্পাদক সুজিত শর্মা, গৌতম নাথ এবং সমাজকর্মী সৌম্যদ্বীপ ভট্টাচার্য, সেবা দলের উপ-সভাপতি স্বর্ণদ্বীপ দেব, বজরং দলের গোপাল দাস, দুর্গা বাহিনীর রিম্পী দে, দেবজ্যোতি দেব রায়, সেবা দলের দীপক দেবরায়, সমাজকর্মী সুচিত্রা নাথ, রিঙ্কি দেব রায়, ফয়জুল আহমেদ প্রমুখ। এ দিন শতাধিক পুরুষ ও মহিলারা অগপ দলে যোগদান করেন। তাঁদের দলে স্বাগত জানান নেতৃবৃন্দ।